TRENDING:

Mangroves: শীত পড়তেই আবার ম্যানগ্রোভে কোপ, ফাঁকা হচ্ছে সুন্দরবন! রায়দিঘিতে ক্ষুব্ধ স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ

Last Updated:

Mangroves: রায়দিঘির নগেন্দ্রপুর পঞ্চায়েতের শ্রীধরপুরে প্রকাশ্য দিবালোকে ম্যানগ্রোভ গাছ কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তোয়াক্কা না করেই প্রায় প্রতিদিন ম্যানগ্রোভ কেটে গাড়িতে ভরে বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: শীত পড়তেই আবার ফাঁকা হচ্ছে ম্যানগ্রোভ‌। রায়দিঘির নগেন্দ্রপুর পঞ্চায়েতের শ্রীধরপুরে প্রকাশ্য দিবালোকে ম্যানগ্রোভ কাটা হচ্ছে, এই অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা।
ম্যানগ্রোভ গাছ কেটে জড়ো করে রাখা হয়েছে 
ম্যানগ্রোভ গাছ কেটে জড়ো করে রাখা হয়েছে 
advertisement

ঘটনাটি স্থানীয় প্রশাসন ও বন দফতরকে জানানো হয়েছে। জানা গিয়েছে, শীত পড়লেই এই গাছ কেটে ব্যবহার করা হয় ইট ভাটার ইট পোড়ানোর জন্য। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী বলেন, ‘অভিযোগ পেলে সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ ধান চাষে নতুন আশার আলো! বাদশাভোগ ফলিয়ে লাভবান এগরার চাষিরা, সুগন্ধে ম ম করছে গ্রামবাংলা

advertisement

প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে ব্যাপকহারে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফি বছর সরকারিভাবেও বিভিন্ন জায়গায় গাছ বসানোর উদ্যোগ নেওয়া হয়। সুন্দরবনে ম্যানগ্রোভ কাটা ঠেকাতে পুলিশ ও বন দফতরকে কড়া পদক্ষেপ নিতে দেখা যায়।

View More

কিন্তু এইসব বিষয়কে তোয়াক্কা না করে প্রকাশ্য দিবালোকে ঠাকুরান নদীর চরের ম্যানগ্রোভ ফাঁকা করে দেওয়া হচ্ছে। অভিযোগ, প্রায় প্রতিদিন ম্যানগ্রোভ কেটে গাড়িতে ভরে বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ সাক্ষাৎ বিশ্বকর্মা! হাতের স্পর্শে অবলীলায় সাইকেল, ভ্যান, রিকশা সারাই করছেন! দৃষ্টিহীন কৃষ্ণধন শান্তিপুরের ‘অন্ধের যষ্টি’

স্থানীয় বাসিন্দা রবীন হালদার, অমূল্য দাসেরা বলেন, ‘চোখের সামনে দেখছি, নির্বিচারে চরের ম্যানগ্রোভ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা সেখানেই হয়তো মেছো ভেড়ি বানাবে। কিন্তু এভাবে চলতে থাকলে সুন্দরবন শেষ হয়ে যাবে।’

advertisement

সাবিত্রী বৈদ্য, ময়না সর্দারেরা বলেন, ‘পুলিশ প্রশাসনের নজরাদারিকে বুড়ো আঙুল দেখিয়ে লাগাতার গাছ কাটা চলছে। অথচ কেউই বাধা দিচ্ছে না।’ বিষয়টি নিয়ে শাসক দলের বিরুদ্ধেই আঙুল তুলেছে বিরোধীরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রসে টইটুম্বুর 'রসগোল্লা'...! বাঙালির প্রিয় 'মিষ্টি' এবার ২০ দুর্ধর্ষ স্বাদে, জানুন ঠিকানা!
আরও দেখুন

সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, ‘সুন্দরবন বাঁচাতে এত উদ্যোগ নেওয়া হচ্ছে, অথচ ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন, বন দফতর কেউ যেন দেখতেই পাচ্ছে না। আসলে তৃণমূল নেতাদের মদতে এইসব কাজ হচ্ছে। আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে অবরোধ বিক্ষোভ করতে বাধ্য হব।’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mangroves: শীত পড়তেই আবার ম্যানগ্রোভে কোপ, ফাঁকা হচ্ছে সুন্দরবন! রায়দিঘিতে ক্ষুব্ধ স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল