মন্দারমণিতে হোটেল রিসোর্ট গড়ে ওঠার পেছনে অভিযোগ, কোস্টাল রেগুলেশন অ্যাক্ট মানা হয়নি। মন্দারমণিতে শেষ কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল, রিসর্ট, দোকান বেআইনিভাবে গড়ে উঠেছে বলেই প্রশ্ন তুলেছে জাতীয়ই পরিবেশ আদালত। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার মন্দারমণিতে ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
advertisement
সমুদ্রতট দখল করে মন্দারমণি (Mandarmani) পর্যটনকেন্দ্রে গজিয়ে উঠেছে একের পর এক হোটেল। অভিযোগ, রীতিমতো প্রাচীর দিয়ে তার উপরেই পর্যটকদের আমোদ প্রমোদের ব্যবস্থা করেছে একাধিক হোটেল। যার ফলে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী ২০ নভেম্বরের মধ্যে শতাধিক ‘বেআইনি’ নির্মাণ ভেঙে ফেলার নোটিস দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
আরও পড়ুন- মেয়েটির প্রেমে পড়েছিল সাপ? ৫ বছরে ১১ বার কামড়! শেষে যা জানা গেল…শিউরে উঠবেন
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন হোটেল মালিকদের সংগঠন। সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের সময়সীমা বৃদ্ধি হল। বিচারপতি অমৃতা সিনহা পোর্টব্লেয়ার সার্কিট বেঞ্চে থাকায় অস্থায়ী ভাবে মামলার শুনানি করেন বিচারপতি জয় সেনগুপ্ত।