নর-নারায়ণ সেবার প্রস্তুতি ও লক্ষ্য করা যায়। এই দিনের অপেক্ষায় থাকেন গোটা মানবাজারবাসী। মানবাজারের একটি ট্রাস্টের ব্যবস্থাপনায় এই কর্মযজ্ঞের আয়োজন করা হয়ে থাকে। এ বিষয়ে ওই ট্রাস্টের সম্পাদক মনোজ মুখোপাধ্যায় বলেন , আড়াইশো বছরের পুরানো এই রথযাত্রা।
আরও পড়ুন – Minor Boy Creates Panic: মা -বোনকে ঘরের বাইরে বার করে দিয়ে তাণ্ডব ‘ছোট’ ছেলের, এল পুলিশ -দমকল, তারপর
advertisement
প্রতিবছরের মত এ-বছরও কয়েক হাজার মানুষের ভিড় হবে এই উৎসবে। তাদের প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বৈদ্যনাথ রজক বলেন , ছোটবেলা থেকেই তাদের কাছে এই রথযাত্রা বিরাট বড় একটি উৎসব।
সারা বছর তারা এই উৎসবের অপেক্ষায় থাকেন। রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রব পুরুলিয়ার মানবাজারে। উৎসবের আনন্দে মেতে উঠেছেন সকলে।
Sharmistha Banerjee