Minor Boy Creates Panic: মা -বোনকে ঘরের বাইরে বার করে দিয়ে তাণ্ডব 'ছোট' ছেলের, এল পুলিশ -দমকল, তারপর

Last Updated:

Minor Boy Making Panic Situation: স্থানীয় সূত্রে খবর,  বাঁশবেড়িয়া এলাকায় মাস খানেক আগে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে বিহারের একটি পরিবার।

ঘরের মধ্যে তোলপাড় ছোট ছেলের - Photo- Representative (Meta AI)
ঘরের মধ্যে তোলপাড় ছোট ছেলের - Photo- Representative (Meta AI)
হুগলি: নাবালকের কাণ্ড কারখানা রুখতে ছুটে আসতে হয়েছে দমকল ও পুলিশ কর্মীদের। ঘরের মধ্যে নিজেকে আটকে রেখে নিজের প্রাণহানির হুমকি দিচ্ছিল নাবালক ! কখনও ছুরি দিয়ে নিজের গলা কেটে দেওয়ার হুমকি আবার কখনো গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আত্মহত্যা হুমকি ! পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী ! বাঁশবেড়িয়ায় জীবন মৃত্যুর কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস নাটকের যবনিকা পতন হল এভাবেই।
স্থানীয় সূত্রে খবর,  বাঁশবেড়িয়া এলাকায় মাস খানেক আগে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে বিহারের একটি পরিবার। বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ নিজের মা বোনকে ঘর থেকে বের করে দিয়ে নিজেকে বন্দি করে ফেলে এক নাবালক। তারপর নিজেকে শেষ করে দেবার হুমকি দিতে থাকে। তার আচরনে ভয় পেয়ে দরজা খোলার চেষ্টা করে তার মা।
advertisement
ঘরের মধ্যে তোলপাড় ছোট ছেলের
advertisement
ঘরের মধ্যে তোলপাড় ছোট ছেলের
পাড়া প্রতিবেশিরা হাজির হয়ে যায়। কখনও বলে ছুরি নিজের বুকে বসিয়ে দেবে কখনও বলতে থাকে গলায় দড়ি দিয়ে দেবে।আবার গ্যাস খুলে আগুন লাগিয়ে দেবার কথাও বলে। দরজা ভাঙার চেষ্টা করলে ফল ভাল হবে না বলতে থাকে। নাবালকের এহেন আচরনে আশঙ্কিত হয়ে পরে এলাকার বাসিন্দারা। ডাকা হয় পুলিশ খবর দেওয়া হয় দমকলে।
advertisement
নাবালক ঘর থেকে দাহ্য পদার্থ ছুঁড়তে থাকে। তখনই দমকল কর্মীরা ঘরের মধ্যে জল চার্জ করতে শুরু করে। যাতে আগুন না লাগাতে পারে। ঘরের জাফরি দেওয়া জানালা ভেঙে তার সঙ্গে কথা বলেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পুলিশ। ঘরের ভিতর থেকে নাবালক বলতে থাকে তার দু লক্ষ টাকা ধার আছে। বাইরে বেরলে তাকে মারধোর করা হবে।
advertisement
কিছুতেই কিছু হচ্ছে না দেখে তাকে অবশেষে প্রথমে আশ্বস্ত করা হয়।পরে প্রলোভন দেওয়া হয় তার গাড়ির পেট্রোল ভরার জন্য দুশো টাকা দেওয়া হবে।এই কথা শুনে দরজা খুলে বেরিয়ে আসে নাবালক।তার হাতে একটা চপার ছিল।পুলিশ সাবধানে ধরে ফেলে।বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় তাকে জাপটে ধরে ফাঁড়িতে নিয়ে যান।
Rahee Halder
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minor Boy Creates Panic: মা -বোনকে ঘরের বাইরে বার করে দিয়ে তাণ্ডব 'ছোট' ছেলের, এল পুলিশ -দমকল, তারপর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement