এদিকে কাঁচামালের আমদানি ঠিকমত না হওয়ায় বেশি দাম দিয়ে কাঁচামাল কিনতে হচ্ছে মূর্তি বানানোর জন্য। এর ফলে মূর্তির দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে। ঠিকমত বরাত পাচ্ছেন না তারা। আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।
আরও পড়ুনঃ মরেও ‘শান্তি’ নেই এখানে! ভরা বর্ষায় খোলা আকাশের নীচে দেহ দাহ, কোথায় এমন দুর্ভোগ জানেন?
advertisement
এ বিষয়ে এক মৃৎশিল্পীরা বলেন, টানা বর্ষার কারণে মনসা পুজোয় তাদের মূর্তি বিক্রি তুলনামূলক অনেকটাই কম রয়েছে। প্রতিবছর এই সময় যে পরিমাণ লাভের মুখ তারা দেখতে পান, এবছর তার একেবারে বিপরীত ঘটছে।
অনেকটাই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। মূর্তির দাম বেশি থাকার কারণে অনেকেই ছোট মূর্তি কিনে নিয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে তারা জেলার বাইরে মূর্তি পাঠাতে সাহস পাচ্ছেন না। এইভাবে বৃষ্টি চলতে থাকলে দুর্গোৎসবের দিনেও তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা করছেন পুরুলিয়ার মৃৎশিল্পীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গলমহলের জেলাগুলিতে মনসা পুজোর বিরাট মাহাত্ম্য রয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই মহাধুমধামের সঙ্গে মনসা পুজো হতে দেখা যায়। ব্যাপক হারে মূর্তির বেচা-কেনা হয় এই সময়। অনেকটাই লাভের মুখ দেখতে পান মৃৎশিল্পীরা। কিন্তু এবছর বর্ষার কারণে সবটাই মাটি হয়ে গিয়েছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলার মৃৎশিল্পীরা।