দুঃস্থ-অসহায়ের 'অন্নদাতা' পুরুলিয়ার সুলভ, দমাতে পারেনি প্রতিবন্ধকতা! তাঁর রোজের কর্মকাণ্ডে অবাক হবেন আপনিও
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
বছরে ৩৬৫ দিন দুস্থ ও অসহায়দের অন্ন যোগান দিচ্ছেন পুরুলিয়ার সুলভ। তাঁকে নিয়ে গর্বিত জেলাবাসী।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ মনের জোর যদি প্রখর হয় তবে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে ওঠা যায় ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে। বাস্তবে এমনটাই করে দেখিয়েছেন পুরুলিয়ার সুলভ। নিজের শারীরিক অক্ষমতাকে পিছনে ফেলে প্রতিদিন শতাধিক মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন পুরুলিয়ার সুলভ বুঁদিয়া। বয়স ৩৩ বছর। পুরুলিয়ার চাইবাসা রোডের বাসিন্দা তিনি। অ্যাকাউন্টেন্সিতে স্নাতক পাশ করেছেন। বর্তমানে পেশায় একজন ব্যবসায়ী। ছেলেবেলা থেকেই তিনি বিশেষভাবে সক্ষম। কিন্তু সেই প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তিনি প্রতিনিয়ত মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।
দীর্ঘ আট বছর ধরে তিনি পুরুলিয়াতে চালাচ্ছেন রোটি ব্যাংক। যার মাধ্যমে তিনি প্রত্যেকদিন পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসের শতাধিক মানুষের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন। যে সমস্ত দুঃস্থ ও অসহায় মানুষ হাসপাতালে আসেন তাদের মুখে খাবার তুলে দেন তিনি। এ বিষয়ে সুলভ বুঁদিয়া বলেন, ছোটবেলা থেকেই তিনি মানুষের সেবা করতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যেই তাঁর এই কর্মকাণ্ড।
advertisement
advertisement
প্রতিদিন তিনি প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের খাওয়ার ব্যবস্থা করেন। মনের জোর থাকলে সমস্ত কিছুই সম্ভব, এমনটাই মনে করেন তিনি। পরিবারের ও রোটি ব্যাংক টিমের যথেষ্ট সহযোগিতা পান তিনি। স্বামীর এই কর্মকাণ্ডে পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করেন সুলভ বুঁদিয়ার স্ত্রী মিতালী মুর্মু। সুলভবাবুর এই উদ্যোগে অনেকটাই উপকৃত হন পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসা রোগীর পরিজন ও অসহায় মানুষজন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রোটি ব্যাংক পুরুলিয়া গ্রুপে রয়েছে ১৩০ জন সদস্য। তাদেরকে নিয়েই প্রতিনিয়ত সুলভ বুঁদিয়ার চলে এই কর্মযজ্ঞ। শুধু খাবার বিতরণ নয় পুরানো জামা কাপড় সংগ্রহ করে বিতরণ করা, বাচ্চাদের পড়াশোনার সামগ্রী বিতরণ, স্যানিটারি ন্যাপকিন বিতরণ, অপচয় হওয়া খাবার সংগ্রহ করে গরিবদের মধ্যে বিতরণ, হুইল চেয়ার বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প , বিনা পয়সার পাঠশালা এই সমস্ত কিছু করে চলেছেন তিনি।
advertisement
সরকারি কোনও অনুদান পান না তারা। সকলের সহযোগিতায় ও দানের মাধ্যমে চলে এই সংগঠন। আগামী দিনে এই ভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন পুরুলিয়ার সুলভ বুঁদিয়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 2:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুঃস্থ-অসহায়ের 'অন্নদাতা' পুরুলিয়ার সুলভ, দমাতে পারেনি প্রতিবন্ধকতা! তাঁর রোজের কর্মকাণ্ডে অবাক হবেন আপনিও