এবার গ্রামে-গঞ্জেও মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা, তাও বিনামূল্যে! রাজ্য সরকারের বিরাট উদ্যোগ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
বিনামূল্যে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা! পুরুলিয়া জেলাজুড়ে বিভিন্ন গ্রামীণ ও মহকুমা হাসাপাতালে মোট ৪৮টি এই ধরনের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ার গ্রামীণ এলাকাতেও এবার ছুটবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স! তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে! বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের। জানা যাচ্ছে, পুরুলিয়া জেলাজুড়ে বিভিন্ন গ্রামীণ ও মহকুমা হাসাপাতালে মোট ৪৮টি এই ধরনের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। যে অ্যাম্বুলেন্সগুলো মূলত গর্ভবতী মা ও শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘন্টা পরিষেবা দেবে।
জানা যাচ্ছে, ১০২-এর বিশেষ এই অ্যাম্বুলেন্স পরিষেবা আগের তুলনায় এখন অনেকটাই উন্নত করা হয়েছে। অত্যাধুনিক পরিষেবায় শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার পাশাপাশি অ্যাম্বুলেন্সে রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য বিপি ম্যাসিন-সহ জরুরি পরিস্থিতির জন্যে প্রয়োজনীয় আধুনিক আরও বেশ কিছু যন্ত্র। রয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য সমস্ত ঔষুধপত্র ও প্রয়োজনীয় স্বাস্থ্য কিট।
আরও পড়ুনঃ ৬৩ বছরেও হয়নি সমাধান! জীবনের বাজি রেখে চলছে পঠনপাঠন, রাজ্যের শিক্ষাকেন্দ্রের এমন বেহাল দশায় পড়ুয়াদের ভবিষ্যৎ সঙ্কটে
শুধু তাই নয় আগের তুলনায় আরও দ্রুততার সঙ্গে যাতে এই অ্যাম্বুলেন্স বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়ি এবং এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়া আসা করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট পাঁচটি এবং রঘুনাথপুর সুপার স্পেস্যালিটি হাসপাতালে তিনটি এছাড়া পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামীণ হাসপাতালগুলোতে দুটো করে বর্তমানে এই অ্যাম্বুলেন্স প্রদান করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে পুরুলিয়ার কাশীপুর কল্লোলী গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীমা ময়ী জানান, অত্যাধুনিক পরিষেবাযুক্ত এই অ্যাম্বুলেন্সে রয়েছে একাধিক ব্যবস্থা। সার্বিকভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। উন্নত করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার গ্রামে-গঞ্জেও মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা, তাও বিনামূল্যে! রাজ্য সরকারের বিরাট উদ্যোগ