শুক্রবার সন্ধ্যায় যখন তাঁরা বেণীফিলি জঙ্গলের পাশে রঙমারি খালের মধ্যে দিয়ে যাচ্ছিল নৌকা নিয়ে, সেই সময়ে জঙ্গল থেকে একটি বাঘ সরাসরি ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। বাঘের থাবায় সবথেকে বেশি জখম হন অমল দণ্ডপাট। বাঘের তীঘ্ন নখের আচড়ে অমলের মাথায় ও মুখে মারাত্মক ক্ষতি হয়। বাঘের মুখে নিজের হাত দিয়ে আটকে ধরায় বাঘ তার ঘাড়ে কামড় বসাতে পারেনি। এর পর বাঘটি আচড়ে নিলে জখম হন সঙ্গী খোকন মুন্ডা। তাঁদের সঙ্গে ছিলেন দীপক মন্ডল।
advertisement
আরও পড়ুন: ২৮ ডিসেম্বর ৩৮২, ১ জানুয়ারি ২৩৯৮! ৫ দিনে ৬ গুণ বৃদ্ধি কলকাতার কোভিড-গ্রাফে! কেন?
আরও পড়ুন: বছরের শুরুতেই দুশ্চিন্তা, চলতি সপ্তাহেই বাংলার আবহাওয়ায় বিপুল পরিবর্তন! যা হতে চলেছে...
মূলত লাঠিসোটা নিয়ে বাঘটিকে ভয় দেখাতেই হামলাকারী বাঘটি পালিয়ে যায় জঙ্গলে। রক্তাক্ত অবস্থায় তারা এরপর তারা চলে আসেন গ্রামে। অমল দণ্ডপাটের মাথা ও মুখে মারাত্মক আঘাত থাকায় তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। খোকন মুন্ডাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু শনিবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় আহত অমল দন্ডপাটের।
----অর্পণ মণ্ডল