TRENDING:

ক্রেতা নয়! এরা কারা? দোকানে এসেই শাটার নামিয়ে দিয়ে যা করল...ভয়ে কাঁপছে এলাকা!

Last Updated:

বর্ধমানে জাতীয় সড়কের পাশে ডাকাতির ঘটনায় সেখ শরিফ ওরফে সেখ মনোজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দোকান ও বাড়িতে লুঠপাট চালিয়ে প্রায় দেড় লক্ষ টাকা ও সোনা নিয়ে পালায় দুষ্কৃতীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোকানে ঢুকেই সাটার বন্ধ করে দিয়েছিল দুষ্কৃতীরা। এরপর বিনা বাধায় অপারেশন চালিয়ে মোটর সাইকেলে চম্পট দিয়েছিল তারা। বর্ধমানে জাতীয় সড়কের পাশে এই ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃত যুবকের নাম সেখ শরিফ ওরফে সেখ মনোজ। তার বাড়ি বর্ধমান থানার ফকিরপুর এলাকায়। তাকে জেরা করে বাকি দুষ্কৃতীদের হদিশ পাওয়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করছে পুলিশ।
ক্রেতা সেজে এসেছিল দুষ্কৃতীরা, বর্ধমানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার যুবক
ক্রেতা সেজে এসেছিল দুষ্কৃতীরা, বর্ধমানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার যুবক
advertisement

দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। গত ২ এপ্রিল রাতে বর্ধমান থানার মিরছোবা সূর্য্যনগর এলাকায় আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে, গলায় ছুরি ধরে,একই সাথে দোকান ও বাড়িতে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।

যদি ভারত বদলা নেয়…’পৃথিবীর শেষ, কেউ বাঁচবে না!’ উত্তেজনার মাঝে বিস্ফোরক দাবি পাক মন্ত্রীর!

advertisement

ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS লাগবে না! এই ৫টি ‘ইউনিক’ মেডিক্যাল কোর্স করলে চিকিৎসকের মতোই ‘মূল্য’ পাবেন

এই গাছগুলো ভুল করেও বাড়ির চারপাশে লাগাবেন না! সাপ ডেকে আনে, হয়ে উঠবে ‘নাগরাজের বাসা’!

অভিযোগ,বৃদ্ধাকে আটকে রেখে এবং বৃদ্ধার ছেলের গলায় চাকু ধরে দোকান থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও বাড়ি থেকে প্রায় ৫-৬ ভরি সোনা ও নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শুভেন্দু দাঁ ও তাঁর মা সুষমা দাঁয়ের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া তাঁদের অটো পার্টসের দোকানে দুই জন যুবক ক্রেতা হিসাবে আসে। এরপর পার্টস দেখার নাম করে হঠাৎই দোকানের সাটার বন্ধ করে দেয়।এর মধ্যে সাটার তুলে আরও একজন দোকানে ঢুকে পরে।

advertisement

তারা প্রথমে শুভেন্দু দাঁর গলায় চাকু ধরে এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দোকান থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা নেয়। এরপর তাঁকে আটকে রেখে সোজা বাড়িতে ঢুকে গিয়ে শুভেন্দুর মা সুষম দাঁ-কেও একই ভাবে ভয় দেখিয়ে আলমারি থেকে প্রায় ৫-৬ ভরি সোনার গহনা ও নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভরসন্ধ্যায় বাড়ি ও দোকানে চাকু ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে লুঠতরাজের ঘটনায় আতঙ্কিত গোটা দাঁ পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনার তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ সেখ সরিফ ওরফে সেখ মনোজ নামে একজনকে সোমবার রাতে বর্ধমানের নবাবহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্রেতা নয়! এরা কারা? দোকানে এসেই শাটার নামিয়ে দিয়ে যা করল...ভয়ে কাঁপছে এলাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল