দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। গত ২ এপ্রিল রাতে বর্ধমান থানার মিরছোবা সূর্য্যনগর এলাকায় আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে, গলায় ছুরি ধরে,একই সাথে দোকান ও বাড়িতে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।
যদি ভারত বদলা নেয়…’পৃথিবীর শেষ, কেউ বাঁচবে না!’ উত্তেজনার মাঝে বিস্ফোরক দাবি পাক মন্ত্রীর!
advertisement
এই গাছগুলো ভুল করেও বাড়ির চারপাশে লাগাবেন না! সাপ ডেকে আনে, হয়ে উঠবে ‘নাগরাজের বাসা’!
অভিযোগ,বৃদ্ধাকে আটকে রেখে এবং বৃদ্ধার ছেলের গলায় চাকু ধরে দোকান থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও বাড়ি থেকে প্রায় ৫-৬ ভরি সোনা ও নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শুভেন্দু দাঁ ও তাঁর মা সুষমা দাঁয়ের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া তাঁদের অটো পার্টসের দোকানে দুই জন যুবক ক্রেতা হিসাবে আসে। এরপর পার্টস দেখার নাম করে হঠাৎই দোকানের সাটার বন্ধ করে দেয়।এর মধ্যে সাটার তুলে আরও একজন দোকানে ঢুকে পরে।
তারা প্রথমে শুভেন্দু দাঁর গলায় চাকু ধরে এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দোকান থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা নেয়। এরপর তাঁকে আটকে রেখে সোজা বাড়িতে ঢুকে গিয়ে শুভেন্দুর মা সুষম দাঁ-কেও একই ভাবে ভয় দেখিয়ে আলমারি থেকে প্রায় ৫-৬ ভরি সোনার গহনা ও নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভরসন্ধ্যায় বাড়ি ও দোকানে চাকু ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে লুঠতরাজের ঘটনায় আতঙ্কিত গোটা দাঁ পরিবার।
এই ঘটনার তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ সেখ সরিফ ওরফে সেখ মনোজ নামে একজনকে সোমবার রাতে বর্ধমানের নবাবহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।