এই গাছগুলো ভুল করেও বাড়ির চারপাশে লাগাবেন না! সাপ ডেকে আনে, হয়ে উঠবে 'নাগরাজের বাসা'!
- Published by:Tias Banerjee
Last Updated:
Tips and Tricks:কিছু গাছ রয়েছে, যেগুলি সাপকে আকৃষ্ট করে। গ্রীষ্মকালে এই গাছগুলির আশেপাশে সাপ এসে আশ্রয় নেয় এবং বাড়ির ভিতর ঢোকার সম্ভাবনাও বেড়ে যায়।
advertisement
বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই নানা রকম গাছপালা লাগান বাগানে। তবে কিছু গাছ লাগানো থেকে বিরত থাকা উচিত। কারণ, এই গাছগুলি সাপকে আকৃষ্ট করে। এই গাছগুলির ছায়া, ঘন ডালপালা এবং পরিবেশ সাপের বসবাসের পক্ষে অনুকূল। তাই যদি এই গাছগুলি বাড়ির চারপাশে লাগানো হয়, তা হলে সাপ তাদের বাসা বানিয়ে নিতে পারে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement