ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS লাগবে না! এই ৫টি 'ইউনিক' মেডিক্যাল কোর্স করলে চিকিৎসকের মতোই 'মূল্য' পাবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
জেনে নিন এমন ৫টি ইউনিক মেডিক্যাল কোর্স, যেগুলোর নাম অনেকেই শোনেননি, কিন্তু একজন চিকিৎসকের মতোই মূল্য পাবেন এই কোর্সগুলো কমপ্লিট করলে।
advertisement
advertisement
মেডিক্যালের পড়াশোনা বরাবরই কঠিন ধরা হয়। NEET পাশ করলেই তবেই মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া যায়। MBBS এই তালিকায় সবচেয়ে কঠিন কোর্স হিসেবে ধরা হয়। কিন্তু যদি কারও নম্বর কম আসে, তাহলেও এমন কিছু কোর্স আছে যেগুলি MBBS, BAMS, BHMS ইত্যাদির মতো নয়, তবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎমুখী। এগুলি হল ইউনিক মেডিক্যাল কোর্স। (Representative Image: AI)
advertisement
মেডিক্যাল ক্ষেত্রে এমন অনেক কোর্স রয়েছে যা শুধু ইউনিক এবং কম জনপ্রিয়ই নয়, বরং নতুন প্রযুক্তি ও বিশেষজ্ঞতার দিকে এগিয়ে নিয়ে যায়। এগুলি ট্র্যাডিশনাল MBBS বা নার্সিং থেকে আলাদা এবং এদের সম্পর্কে অনেকেই জানেন না। প্রতিযোগিতা কম হওয়ায় সহজেই ভর্তি হওয়া যায়। এমনই পাঁচটি কোর্সের তালিকা দেওয়া হল। (Representative Image: AI)
advertisement
১. ব্যাচেলর অফ সায়েন্স ইন নিউরোইলেকট্রোফিজিওলজি (B.Sc. in Neuro electrophysiology) এই কোর্সে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ (যেমন EEG, EMG) বিশ্লেষণ শেখানো হয়। এতে নিউরোলজিকাল ডিসঅর্ডার যেমন এপিলেপসি, ঘুমের সমস্যা, ব্রেন ইনজুরি ইত্যাদি নির্ণয়ে যন্ত্র ব্যবহার শেখানো হয়। (Representative Image: AI)
advertisement
এই কোর্স কেন ইউনিক: নিউরোইলেকট্রোফিজিওলজি এক বিশেষ প্যারামেডিক্যাল শাখা যা নিউরোসায়েন্স ও টেকনোলজির সংমিশ্রণ। এটি MBBS নিউরোলজিস্ট থেকে আলাদা এবং কম প্রতিযোগিতাপূর্ণ। সময়: ৩-৪ বছর (B.Sc. ডিগ্রি) কর্মজগৎ: হাসপাতালে, নিউরোলজি ক্লিনিকে বা গবেষণাগারে নিউরোফিজিওলজি টেকনোলজিস্ট প্রারম্ভিক বেতন: ২৫,০০০–৫০,০০০ টাকা/মাস গবেষণা: ব্রেন-কম্পিউটার ইন্টারফেস বা AI ভিত্তিক নিউরোডায়াগনস্টিক গবেষণা ভর্তি হয়: AIIMS দিল্লি, NIMHANS ব্যাঙ্গালোর, CMC ভেলোর যোগ্যতা: ১২ শ্রেণি (PCB), ৫০-৬০% নম্বর, কিছু ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা (Representative Image: AI)
advertisement
২. ব্যাচেলর অফ সায়েন্স ইন মেডিক্যাল জেনেটিক্স (B.Sc. in Medical Genetics) এই কোর্সে জিনগত রোগ, DNA পরীক্ষা ও জেনেটিক কাউন্সেলিং শেখানো হয়। সিলেবাসে থাকে মিউটেশন, ক্যানসার জেনেটিক্স ও বিরল রোগের পাঠ। এই কোর্স কেন ইউনিক: মেডিক্যাল জেনেটিক্স একটি নতুন ক্ষেত্র, যেখানে পার্সোনালাইজড মেডিসিন ও জেনেটিক থেরাপি নিয়ে কাজ হয়। ভারতে খুব কম প্রতিষ্ঠানেই এই কোর্স আছে। সময়: ৩ বছর কর্মজগৎ: জেনেটিক ল্যাব বা হাসপাতালে জেনেটিক কাউন্সেলর প্রারম্ভিক বেতন: ৩০,০০০–৬০,০০০ টাকা/মাস গবেষণা/ব্যবসা: বায়োটেক স্টার্টআপ বা জেনেটিক কাউন্সেলিং সেন্টার খুলতে পারেন ভর্তি হয়: মণিপাল ইউনিভার্সিটি, SRM চেন্নাই, অ্যামিটি ইউনিভার্সিটি যোগ্যতা: ১২ শ্রেণি (PCB), ৫০-৬০% নম্বর, কিছু ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা (Representative Image: AI)
advertisement
advertisement
এই কোর্স কেন ইউনিক: নিউক্লিয়ার মেডিসিন একটি অত্যাধুনিক ক্ষেত্র যেখানে চিকিৎসা ও ইমেজিং একসাথে চলে। ভারতে বিশেষজ্ঞের সংখ্যা কম। সময়: ৩-৪ বছর কর্মজগৎ: হাসপাতালে, ক্যানসার সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট বেতন: ৪০,০০০–৮০,০০০ টাকা/মাস গবেষণা: রেডিওফার্মাসিউটিক্যালস বা নিউক্লিয়ার ইমেজিং নিয়ে গবেষণা ভর্তি হয়: AIIMS দিল্লি, PGIMER চণ্ডীগড়, টাটা মেমোরিয়াল হাসপাতাল মুম্বই যোগ্যতা: ১২ শ্রেণি (PCB), ৬০% নম্বর, প্রবেশিকা বাধ্যতামূলক (Representative Image: AI)
advertisement
৪. ব্যাচেলর অফ সায়েন্স ইন স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (B.Sc. in Sports Medicine and Rehabilitation) এই কোর্সে খেলাধুলার আঘাত, ফিজিওথেরাপি ও পুনর্বাসন শেখানো হয়। এতে স্পোর্টস নিউট্রিশন, ইনজুরি প্রিভেনশনও থাকে। এই কোর্স কেন ইউনিক: ভারতে খেলাধুলার গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রের চাহিদাও বাড়ছে। এটি ট্র্যাডিশনাল মেডিক্যাল কোর্স থেকে আলাদা এবং খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত। (Representative Image: AI)
advertisement
কোর্সের সময়: ৩-৪ বছর কর্মজগৎ: স্পোর্টস টিম, ফিটনেস সেন্টার বা রিহ্যাব ক্লিনিকে স্পোর্টস থেরাপিস্ট বেতন: ২৫,০০০–৫০,০০০ টাকা/মাস ব্যবসা: নিজের স্পোর্টস রিহ্যাব সেন্টার বা ফিটনেস কনসালটিং ফার্ম শুরু করতে পারেন ভর্তি হয়: গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় (অমৃতসর), নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস (পটিয়ালা), সিম্বায়োসিস (পুনে) যোগ্যতা: ১২ শ্রেণি (PCB), ৫০-৬০% নম্বর, কিছু ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা (Representative Image: AI)
advertisement
৫. ব্যাচেলর অফ সায়েন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথকেয়ার (B.Sc. in Artificial Intelligence in Healthcare) এই কোর্সে AI ও মেশিন লার্নিং ব্যবহার করে রোগ নির্ণয়, মেডিক্যাল ইমেজিং ও চিকিৎসার পদ্ধতি শেখানো হয়। AI-ভিত্তিক টুল যেমন রোগ পূর্বাভাস, মেডিক্যাল ডেটা বিশ্লেষণ শেখানো হয়। এই কোর্স কেন ইউনিক: AI in Healthcare এক বিপ্লবাত্মক ক্ষেত্র, যেখানে চিকিৎসা ও প্রযুক্তি একত্রে কাজ করে। ভারতে খুব কম প্রতিষ্ঠানেই পাওয়া যায় এবং অনেকেই জানেন না। (Representative Image: AI)
advertisement
কোর্সের সময়: ৩-৪ বছর কর্মজগৎ: হেলথটেক স্টার্টআপ, হাসপাতাল বা বায়োটেক কোম্পানিতে AI হেলথকেয়ার স্পেশালিস্ট বেতন: ৫০,০০০–১,০০,০০০ টাকা/মাস গবেষণা/ব্যবসা: AI-ভিত্তিক হেলথকেয়ার স্টার্টআপ বা ডায়াগনস্টিক টুল তৈরি করা ভর্তি হয়: IIT হায়দরাবাদ, অ্যামিটি ইউনিভার্সিটি, মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি যোগ্যতা: ১২ শ্রেণি (PCB বা PCM), ৬০% নম্বর, মেধাতালিকা বা প্রবেশিকা (Representative Image: AI)
advertisement