বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানায় দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কুলের মাঠ এলাকার বাসিন্দা আব্দুল হামিদ গাজী দীর্ঘদিন ধরে কলকাতা-সহ বসিরহাট, বারাসত, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে বিদেশে কাজের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।
আরও পড়ুন-নভেম্বরেই ‘জ্যাকপট’…! সূর্যের গোচরে আকাশছোঁয়া উন্নতি, বিরাট আর্থিক লাভ, সৌভাগ্যের দরজা খুলবে
advertisement
দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর-সহ একাধিক জায়গায় কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আব্দুল হামিদ গাজীকে গ্রেফতার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছে এখনও প্রচুর মানুষের পাসপোর্ট ও আসল পরিচয় পত্র রয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার সঙ্গে এই কাজে যুক্ত ছিল দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার বাসিন্দা সেলিম লস্কর। তারা দু’জনে মিলেই ফন্দি এঁটে মানুষকে প্রতারিত করত। কারও কাছ থেকে এক লাখ, কারও কাছ থেকে দেড় লাখ।
এমনকি কারোর কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই দু’জনের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে ২৫-৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃত আব্দুল হামিদ গাজীকে এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তাকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের তরফে। এর সঙ্গে আন্তর্জাতিক কোনও চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।






