TRENDING:

Mamata Banerjee: বুধবার থেকেই তিনদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, চার জেলায় ঠাসা কর্মসূচি মমতার

Last Updated:

বুধবার থেকে শুক্রবার। ফের তিনদিনের জেলা সফরে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: মাধ্যমিক পরীক্ষার আগেই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি শেষ করে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বুধবার রাজ্য বাজেট পেশ শেষ হওয়ার পরেই জেলা সফরে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে কলকাতার রেসকোর্স থেকে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী রওনা দেবেন মেদিনীপুরের উদ্দেশে।
advertisement

এদিন বিকেলে মেদিনীপুরে আলাদা কোনও কর্মসূচি না থাকলেও, সুত্রের খবর, বুধবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের সঙ্গে এক প্রস্থ বৈঠক সারতে পারেন তিনি। বৃহস্পতিবার যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে।  মেদিনীপুর কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠান থেকেই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই দুই জেলার সাধারণ মানুষের হাতে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। পাশাপাশি, এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কথা রয়েছে তাঁর। মঞ্চ থেকে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে সাইকেলও।

advertisement

আরও পড়ুন: আজ রাজ্য বাজেট, নজরে আয়-ব্যয়ের সামঞ্জস্য রক্ষা, কর্মসংস্থান নিয়েও কি 'বড়' ঘোষণা?

মেদিনীপুর কলেজ মাঠের অনুষ্ঠান থেকে স্বাস্থ্য, পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এবারের মেদিনীপুর সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তবে এবারের জেলা সফরে শুধু মেদিনীপুর নয়, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও যাবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, বুধবার মেদিনীপুর কলেজ মাঠের কর্মসূচি সেরে, সেখান থেকেই হেলিকপ্টারে সরাসরি রওনা দেবেন পুরুলিয়ার উদ্দেশে। ওইদিনই দুপুর নাগাদ পুরুলিয়ার হুটমুরা মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মমতার।

advertisement

আরও পড়ুন: মানিকে ভরসা নয়? তাহলে কে হবে মুখ্যমন্ত্রীর 'মুখ'? এবার কি ত্রিপুরার 'মমতা' খুঁজছে বিজেপি?

পুরুলিয়া জেলার অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে করে ফের বাঁকুড়া জেলায় পৌঁছবেন মমতা। ওইদিন বাঁকুড়ায় রাত্রিবাস করে শুক্রবার বাঁকুড়া জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ও যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চা শ্রমিক-সহ বিভিন্ন জমির মালিকদের জমির পাট্টা তুলে দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

advertisement

সব মিলিয়ে এবারের জঙ্গলমহল সফরে ঠাসা কর্মসূচি নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক মহল মনে করছে এই সফল যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: বুধবার থেকেই তিনদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, চার জেলায় ঠাসা কর্মসূচি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল