TRENDING:

Mamata Banerjee calls Reema Singh's mother: 'মেয়েকে ফেরাতে পারব না', রিমার মাকে ফোন মমতার! দিলেন জোড়া আশ্বাস

Last Updated:

বেসরকারি সংস্থায় কর্মরত রিমার উপরই মূলত আর্থিক ভাবে নির্ভরশীল ছিল তাঁর পরিবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিমা সিংহের মাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী৷
রিমা সিংহের মাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী৷
advertisement

গতকাল পার্ক সার্কাসে পুলিস কনস্টেবল চড়ুপ লেপচার ছোড়া গুলিতে মৃত্যু হয় হাওড়ার দাসনগরের বাসিন্দা রিমা সিংহের৷ একটি অ্যাপ নির্ভর বাইকে চড়ে যাওয়ার সময় রিমার শরীরে গুলি লাগে৷ ঘটনাস্থলেই মারা যান তিনি৷

আরও পড়ুন: পরিবারের হাল ধরেছিলেন, কনস্টেবলের গুলিতে লড়াই শেষ হাওড়ার রিমার

বেসরকারি সংস্থায় কর্মরত রিমার উপরই মূলত আর্থিক ভাবে নির্ভরশীল ছিল তাঁর পরিবার৷ রিমার ভাই গত বছরই উচ্চ মাধ্যমিক পাস করেছে৷ তাঁর বাবাও অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না৷ রিমার আচমকা মৃ্ত্যুতে একদিকে যেমন শোক বিহ্বল হয়ে পড়েছে সিংহ পরিবার, সেরকমই ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷

advertisement

আরও পড়ুন: ছুটি থেকে ফিরেই পার্ক সার্কাসে তাণ্ডব, জানা গেল সেই পুলিশকর্মীর পরিচয়

এ দিন দুপুরেই রিমার মা মিরা সিংহের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর৷ কান্নায় ভেঙে পড়ে রিমার মা জানালেন, 'মুখ্যমন্ত্রী বললেন, মেয়েকে তো ফিরিয়ে দিতে পারব না৷ ছেলের জন্য হোমগার্ডে চাকরির ব্যবস্থা করে দেবেন বলেছেন৷ ওর বাবার জন্যও একটা ছোট দোকান করে দেবেন৷ মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা পাঠিয়েও দিয়েছেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ময়নাতদন্তের পর রিমার দেহ আজই হাওড়ার দাসনগরের ভাড়াবাড়িতে পৌঁছনোর কথা৷ পরিবারের ভার কাঁধে তুলে নেওয়া রিমা যে আর ফিরবেন না, এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর বাবা-মা-ভাইয়ের৷ সামনেই বিয়ে হওয়ার কথা ছিল রিমার৷ একটি বুলেটই সমস্ত স্বপ্নে ইতি টেনে দিল৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee calls Reema Singh's mother: 'মেয়েকে ফেরাতে পারব না', রিমার মাকে ফোন মমতার! দিলেন জোড়া আশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল