#কলকাতা: পার্ক সার্কাসে তাণ্ডব চালানো আত্মঘাতী পুলিশকর্মীর পরিচয় জানা গেল৷ নিহত ওই পুলিশকর্মীর নাম চরূপ লেপচা৷ তিনি কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর পাঁচ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন৷
এখনও পর্যন্ত জানা গিয়েছে, চরূপ লেপচা নামে সশস্ত্র বাহিনীর ওই কনস্টেবল আজই ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন৷ কাজে যোগ দেওয়ার পর আজই বাংলাদেেশর ডেপুটি হাই কমিশনের দফতরে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয় তাঁকে৷ সেখানে কাজে যোগ দিতে গিয়েই এই কাণ্ড ঘটান ওই পুলিশকর্মী৷
আরও পড়ুন: পার্ক সার্কাসে এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলাওইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই সম্ভবত এই কাণ্ড ঘটিয়েছেন ওই কনস্টেবল৷ কী কারণে ওই পুিলশকর্মী অবসাদে ভুগছিলেন, তা জানতে ওই কনস্টেবলের পরিবার এবং সহকর্মীদের সঙ্গেও কথা বলা হবে৷
এ দিন দুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নিরাপত্তার কাজে গেলেও বাকি সহকর্মীদের সঙ্গে নির্দিষ্ট কিয়স্কে যাননি চরূপ৷ প্রায় এক ঘণ্টা এলাকায় ঘোরাঘুরি করার পর একটি বাড়ির নীচে ঢুকে চিৎকার করেন ওই পুলিশকর্মী৷ তার পরেই বাইরে বেরিয়ে এসে এলোপাথারি গুলি চালাতে থাকেন ওই কনস্টেবল৷
আরও পড়ুন: ইনসাস হাতে এক ঘণ্টা ঘোরাঘুরি, তার পরেই এলোপাথারি গুলি! কী ঘটল পার্ক সার্কাসে?প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক অ্যাপ নির্ভর বাইকের পিছনের আসনে বসে থাকা মহিলাকে লক্ষ্য করে গুলি চালান ওই পুলিশকর্মী৷ প্রথমবার গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্য একটি গুলি লাগে বাইকের পিছনের আসনে বসে থাকা মহিলার শরীরে৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই মহিলা৷
বাইক চালকের পিঠেও গুলি লাগে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ যদিও তিনি পালিয়ে যেতে সক্ষম হন৷ এ ছাড়াও আরও এক জনের শরীরে গুলি লাগে বলে খবর৷ এর পর নিজের গলার নীচে গুলি করে আত্মঘাতী হন ওই কনস্টেবল৷ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার প্রবীণ ত্রিপাঠী অবশ্য গুলিবিদ্ধ মহিলার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি৷
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা৷ গুলি চালানোর আগে ওই কনস্টেবলের গতিবিধি জানতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Police, Park Circus