Park Circus Firing Update: পরিবারের হাল ধরেছিলেন, কনস্টেবলের গুলিতে লড়াই শেষ হাওড়ার রিমার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রিমার বাবা একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন৷ সংসারের হাল ধরতে রিমাও চাকরিতে যোগ দিয়েছিলেন৷
#হাওড়া: রোজকার মতো অফিসে বেরিয়েছিলেন বাড়ির মেয়ে৷ কিন্তু এমন অপ্রত্যাশিত খবর যে আসবে, তা কেউ ভাবতে পারেননি৷ শুক্রবার দুপুরে পার্ক সার্কাসের কাছে কলকাতা পুলিশের কনস্টেবলের এলোপাথারি গুলিতে প্রাণ গেল হাওড়ার দাসনগরের বাসিন্দা রিমা সিংহের৷
পরিবারের সূত্রে খবর, সংসারের হাল ধরতেই বেসরকারি সংস্থায় চাকরি নিয়েছিলেন রিমা৷ এ দিনও বেলা বারোটার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি৷ সাধারণত অফিসের কাজে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে হত৷ এ দিনও অফিসের কাজেই পার্ক সার্কাস এলাকায় গিয়েছিলেন রিমা৷ অ্যাপ বাইকে চড়ে যাওয়ার সময়ই কলকাতা পুলিশের কনস্টেবল চড়ুপ লেপচার ছোড়া গুলি এসে লাগে রিমার মাথার পিছন দিকে৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
ঘটনার খবর পাওয়ার পর থেকেই পশ্চিম দাসনগরের ফকির মিস্ত্রি বাগান লেনে শোকের ছায়া৷ এখানেই প্রায় পাঁচ বছর ধরে বাবা-মা এবং ভাইকে নিয়ে ভাড়া থাকতেন রিমা৷
advertisement
রিমার বাবা অরুণ সিংহ একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন৷ কিন্তু শারীরিক সমস্যার কারণে তিনি ঠিক মতো কাজ করতে পারেন না৷ ভাইও গতবছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন৷ ফলে সংসারের হাল ধরতে রিমাও চাকরিতে যোগ দিয়েছিলেন৷ বলা ভাল, তাঁর উপরই ছিল সংসারের মূল ভার৷
কিন্তু সেই চাকরি করতে গিয়েই যে এমন মর্মান্তিক পরিণতি হবে তাঁর, তা ভাবতেও পারছেন না রিমার পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা৷ রিমার বাবা- মায়ের আশা, মেয়ে হয়তো শেষ পর্যন্ত তাঁদের কাছে ফিরে আসবেন৷
advertisement
রিমা ছাড়াও কলকাতা পুলিশের ওই কনস্টেবলের ছোড়া গুলিতে দু' জন আহত হয়েছেন৷ এঁদের মধ্যে রয়েছেন কলিন স্ট্রিটের বাসিন্দা মহম্মদ বসির আলম নোমানি (৪৮)৷ তাঁর ডান কাঁধে গুলির ক্ষত রয়েছে৷ তাঁর অবস্থা স্থিতিশীল৷ এ ছাড়াও মহম্মদ সরফরাজ আলম নামে ১৯ বছরের এক যুবকের দু' হাতেও গুলির বারুদের আঘাত রয়েছে৷ কয়েকদিন আগেই বিহার থেকে আলিমুদ্দিন স্ট্রিটে আত্মীয়ের বাড়িতে এসেছিল সে৷ দু' জনকেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2022 6:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Park Circus Firing Update: পরিবারের হাল ধরেছিলেন, কনস্টেবলের গুলিতে লড়াই শেষ হাওড়ার রিমার