মমতা বলেন, ”দেশের নেতা কেমন হয়? দেশকে ভালবেসে সবার ধর্মকে সমন্বয় করে। দেশের নেতা দেশের পরিত্রাতা। কেউ যদি বলে হাম দেশ কে নেতা হ্যায়, এইভাবে হয় না। জনতা যাকে বলবে সেই নেতা হবে।” মমতার চ্যালেঞ্জ, ”এজেন্সির কারণে আপনারা ভোট পাবেন না। সব বিরোধী দল এক হয়ে যান। আমি বলব। আমার কোনো অসুবিধা নেই। সবাই একের সঙ্গে একে লড়াই করুন।”
advertisement
আরও পড়ুন: এক হাতের লেখাতেই লুকিয়ে বিরাট রহস্য! নিয়োগ দুর্নীতিতে সিবিআই যা পেল, আঁতকে ওঠার মতো
এদিন সামশেরগঞ্জে গঙ্গা পরিদর্শনে গিয়ে মুর্শিদাবাদ জেলা প্রসঙ্গে তিনি বলেন, ”মুর্শিদাবাদে পর্যটনকে সাজানো হচ্ছে। আমি মুখ্যসচিবকে বলব ফারাক্কা ব্যারেজ ওরা ড্রেজিং করে না। এখন যারা বাড়ি করবেন দূরে দূরে বাড়ি করবেন। যেদিকটা ভাঙছে। এত কোটি টাকা ঢালা সম্ভব নয় জলের জন্য। আজ আমি ১০০ কোটি টাকা ঘোষণা করলাম। পাড়টা যাতে ঠিক করা যায়। যারা একদম দুর্গম অঞ্চলে আছেন, তাদের কিন্তু সরে যেতে হবে।”
আরও পড়ুন: সরানো হল তনুজাকে, বিজেপি মহিলা মোর্চার নতুন সভাপতি ফাল্গুনী পাত্র! কেন এমন সিদ্ধান্ত?
গঙ্গাভাঙন নিয়ে মমতা আরও বলেন, ”কেন্দ্রীয় সরকার না দিলেও গঙ্গা ভাঙনের কাজে আমরা ১ হাজার কোটি টাকা খরচ করেছি। আমাদের প্রাপ্যটা দিচ্ছে না। আমরা ১ লক্ষ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করেছি। প্রায় ১১ হাজার কিলোমিটার রাস্তা পুরোপুরি তৈরি করছি।”