TRENDING:

Mamata Banerjee: 'দেশের নেতা কেমন হয়!' মোদিকে হারাতে আসল পরিকল্পনা বলে দিলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''দেশের নেতা কেমন হয়? দেশকে ভালবেসে সবার ধর্মকে সমন্বয় করে। দেশের নেতা দেশের পরিত্রাতা। কেউ যদি বলে হাম দেশ কে নেতা হ্যায়, এইভাবে হয় না। জনতা যাকে বলবে সেই নেতা হবে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সামনেই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু সাগরদিঘি উপনির্বাচনের পর থেকে মুর্শিদাবাদ এখন ভাঙনের সাক্ষী। সেটা রাজনৈতিক হোক বা গঙ্গা–ভাঙন। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা সামশেরগঞ্জ এলাকা মূলত গঙ্গা–ভাঙন কবলিত এলাকা। তাই শুক্রবারই সেই ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গেলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই যেমন গঙ্গা ভাঙন রোধে ১০০ কোটি টাকা অর্থ বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়ান তিনি।
advertisement

মমতা বলেন, ”দেশের নেতা কেমন হয়? দেশকে ভালবেসে সবার ধর্মকে সমন্বয় করে। দেশের নেতা দেশের পরিত্রাতা। কেউ যদি বলে হাম দেশ কে নেতা হ্যায়, এইভাবে হয় না। জনতা যাকে বলবে সেই নেতা হবে।” মমতার চ্যালেঞ্জ, ”এজেন্সির কারণে আপনারা ভোট পাবেন না। সব বিরোধী দল এক হয়ে যান। আমি বলব। আমার কোনো অসুবিধা নেই। সবাই একের সঙ্গে একে লড়াই করুন।”

advertisement

আরও পড়ুন: এক হাতের লেখাতেই লুকিয়ে বিরাট রহস্য! নিয়োগ দুর্নীতিতে সিবিআই যা পেল, আঁতকে ওঠার মতো

এদিন সামশেরগঞ্জে গঙ্গা পরিদর্শনে গিয়ে মুর্শিদাবাদ জেলা প্রসঙ্গে তিনি বলেন, ”মুর্শিদাবাদে পর্যটনকে সাজানো হচ্ছে। আমি মুখ্যসচিবকে বলব ফারাক্কা ব্যারেজ ওরা ড্রেজিং করে না। এখন যারা বাড়ি করবেন দূরে দূরে বাড়ি করবেন। যেদিকটা ভাঙছে। এত কোটি টাকা ঢালা সম্ভব নয় জলের জন্য। আজ আমি ১০০ কোটি টাকা ঘোষণা করলাম। পাড়টা যাতে ঠিক করা যায়। যারা একদম দুর্গম অঞ্চলে আছেন, তাদের কিন্তু সরে যেতে হবে।”

advertisement

আরও পড়ুন: সরানো হল তনুজাকে, বিজেপি মহিলা মোর্চার নতুন সভাপতি ফাল্গুনী পাত্র! কেন এমন সিদ্ধান্ত?

গঙ্গাভাঙন নিয়ে মমতা আরও বলেন, ”কেন্দ্রীয় সরকার না দিলেও গঙ্গা ভাঙনের কাজে আমরা ১ হাজার কোটি টাকা খরচ করেছি। আমাদের প্রাপ্যটা দিচ্ছে না। আমরা ১ লক্ষ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করেছি। প্রায় ১১ হাজার কিলোমিটার রাস্তা পুরোপুরি তৈরি করছি।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'দেশের নেতা কেমন হয়!' মোদিকে হারাতে আসল পরিকল্পনা বলে দিলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল