পাশাপাশি উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ মন্দিরের জন্য মোট ৯ কোটি টাকা খরচ হয়েছে বলেও দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন “লোকনাথ ঠাকুরের মন্দিরে আজ আমি পুজো দিয়েছি। রেলমন্ত্রী থাকাকালীন আমি এসেছিলাম। মন্দির চত্বরে গেট, ভোগ ভবন টিকিট কাউন্টার, ফুলের দোকান, পুকুরের সৌন্দর্য করা হয়েছে। প্রায় ৫ কোটি টাকা খরচ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯ কোটি টাকা খরচ করা হয়েছে।”
advertisement
আরও পড়ুন: পড়ুয়ারা যেন এমফিল পাঠক্রমে ভর্তি না হন, পড়ুয়াদের সতর্ক করল UGC; কেন এই নিষেধাজ্ঞা?
তবে শুধু চাকলা নয় আরও এক তীর্থক্ষেত্র কচুয়াতেও কাজ করা হয়েছে বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দিঘায় আগামী ছয় মাসের মধ্যেই জগন্নাথ মন্দিরও প্রস্তুত হয়ে যাচ্ছে বলেও এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন “আগামী ছয় মাসে দিঘায় জগন্নাথ মন্দির প্রস্তুত হয়ে যাবে। আরও তীর্থক্ষেত্র বাড়বে। আমরা তীর্থ স্থান জোড়ার চেষ্টা করছি। সবাই বলছে বাংলা এখন পর্যটনের সেরা গন্তব্য।”
আরও পড়ুন: সস্তার বৌ শাক আসলে খুবই দামি, রোজ খেলে স্থায়ী হবে যৌবন-জৌলুস! খেয়েছেন? জানুন
মুখ্যমন্ত্রী দাবি করেন, গঙ্গাসাগরকেও ঢেলে সাজানো হয়েছে। প্রসঙ্গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়িতেও একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলেও এদিন চাকলা থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “মতুয়ার বড় মাকে আমি দেখতাম। তাঁর চিকিৎসা করেছি। আমরা মতুয়াদের জন্য অনেক করেছি। কলেজ হাসপাতাল করেছি। কাজেই আমাদের বাংলা ধর্মীয় তীর্থ স্থানের জায়গা। এই বাংলা একতার জায়গা।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায় চাকলা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কর্মী সম্মেলনে যোগ দেন। কর্মী সম্মেলন থেকে উত্তর ২৪ পরগনা জেলার জন্য নতুন করে কোর কমিটি গড়ে দেওয়ার কথাও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F