TRENDING:

Mamata Banerjee at Chakla Dham: লোকনাথ-ধামে মমতা, চাকলায় বিপুল চমক মুখ্যমন্ত্রীর! দিঘার জন্যও ডেটলাইন ৬ মাস

Last Updated:

Mamata Banerjee at Chakla Dham: চাকলা মন্দিরের নয়া গেট, ভোগ ভবন-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাকলা: রাজ্যে তীর্থক্ষেত্র বাড়ছে। পর্যটনে বাংলা এখন সেরা গন্তব্যস্থল। চাকলা মন্দির থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চাকলা মন্দির থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আগামী ছয় মাসের মধ্যেই দিঘায় জগন্নাথ মন্দির প্রস্তুত হয়ে যাচ্ছে বলেও বড় ঘোষণা করেন।
চাকলায় মুখ্যমন্ত্রী
চাকলায় মুখ্যমন্ত্রী
advertisement

পাশাপাশি উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ মন্দিরের জন্য মোট ৯ কোটি টাকা খরচ হয়েছে বলেও দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন “লোকনাথ ঠাকুরের মন্দিরে আজ আমি পুজো দিয়েছি। রেলমন্ত্রী থাকাকালীন আমি এসেছিলাম। মন্দির চত্বরে গেট, ভোগ ভবন টিকিট কাউন্টার, ফুলের দোকান, পুকুরের সৌন্দর্য করা হয়েছে। প্রায় ৫ কোটি টাকা খরচ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯ কোটি টাকা খরচ করা হয়েছে।”

advertisement

আরও পড়ুন: পড়ুয়ারা যেন এমফিল পাঠক্রমে ভর্তি না হন, পড়ুয়াদের সতর্ক করল UGC; কেন এই নিষেধাজ্ঞা?

তবে শুধু চাকলা নয় আরও এক তীর্থক্ষেত্র কচুয়াতেও কাজ করা হয়েছে বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দিঘায় আগামী ছয় মাসের মধ্যেই জগন্নাথ মন্দিরও প্রস্তুত হয়ে যাচ্ছে বলেও এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন “আগামী ছয় মাসে দিঘায় জগন্নাথ মন্দির প্রস্তুত হয়ে যাবে। আরও তীর্থক্ষেত্র বাড়বে। আমরা তীর্থ স্থান জোড়ার চেষ্টা করছি। সবাই বলছে বাংলা এখন পর্যটনের সেরা গন্তব্য।”

advertisement

আরও পড়ুন: সস্তার বৌ শাক আসলে খুবই দামি, রোজ খেলে স্থায়ী হবে যৌবন-জৌলুস! খেয়েছেন? জানুন

মুখ্যমন্ত্রী দাবি করেন, গঙ্গাসাগরকেও ঢেলে সাজানো হয়েছে। প্রসঙ্গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়িতেও একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলেও এদিন চাকলা থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “মতুয়ার বড় মাকে আমি দেখতাম। তাঁর চিকিৎসা করেছি। আমরা মতুয়াদের জন্য অনেক করেছি। কলেজ হাসপাতাল করেছি। কাজেই আমাদের বাংলা ধর্মীয় তীর্থ স্থানের জায়গা। এই বাংলা একতার জায়গা।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায় চাকলা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কর্মী সম্মেলনে যোগ দেন। কর্মী সম্মেলন থেকে উত্তর ২৪ পরগনা জেলার জন্য নতুন করে কোর কমিটি গড়ে দেওয়ার কথাও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee at Chakla Dham: লোকনাথ-ধামে মমতা, চাকলায় বিপুল চমক মুখ্যমন্ত্রীর! দিঘার জন্যও ডেটলাইন ৬ মাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল