National Education Policy 2023: পড়ুয়ারা যেন এমফিল পাঠক্রমে ভর্তি না হন, পড়ুয়াদের সতর্ক করল UGC; কেন এই নিষেধাজ্ঞা?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
National Education Policy 2023: জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পরে এমফিল কোর্সে পড়ুয়াদের ভর্তি হতে নিষেধ করেছিল ইউজিসি।
কলকাতা: জাতীয় শিক্ষা নীতিতে বন্ধ এমফিল কোর্স। ইউজিসির নির্দেশ বিশ্ববিদ্যালয়গুলিতে। ইউজিসির তরফে চলতি শিক্ষাবর্ষে এমফিল কোর্সে ছাত্রভর্তি বন্ধ করার নির্দেশিকা দেওয়া হয়েছিল। জাতীয় শিক্ষানীতিতে বন্ধ করা হচ্ছে এমফিল কোর্স।
ইউজিসি-র তরফে ইতিমধ্যেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে। জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পরে এমফিল কোর্সে পড়ুয়াদের ভর্তি হতে নিষেধ করেছিল ইউজিসি। কিন্তু অভিযোগ, ইউজিসির নির্দেশ অগ্রাহ্য করে কিছু বিশ্ববিদ্যালয় এমফিল কোর্সে ভর্তি করেছে। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্যই নির্দেশ না মানার পক্ষেই ইঙ্গিত দিয়েছেন। অভিযোগ উঠেছে এই রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ও ইউজিসি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এমফিলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
advertisement

advertisement
আরও পড়ুন: সব রান্নায় মটরশুঁটি বিপদ ডাকতে পারে! কাঁচা না রান্না করা? উপকার পেতে কীভাবে খাবেন জানুন
ইউজিসি-র তরফে এই নির্দেশিকা দেওয়ার পর অবশ্য রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির পাশেই দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই জানিয়েছেন “কেন্দ্রের নির্দেশ মানব না। রাজ্য শিক্ষানীতি ও আমাদের বিশেষজ্ঞরা যা বলেছেন সেই মতো চলব।” কিন্তু এমফিল ডিগ্রি তো আর বৈধ থাকবে না।
advertisement
আরও পড়ুন: সস্তার বৌ শাক আসলে খুবই দামি, রোজ খেলে স্থায়ী হবে যৌবন-জৌলুস! খেয়েছেন? জানুন
সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন “আমাকে পুরোটা পড়তে হবে পরে বলতে পারব।”এমফিল ডিগ্রি থাকলে কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা-চাকরির ক্ষেত্রে ইন্টারভিউয়ের নম্বর পাওয়া যেত। পি এইচ ডি কোর্স ওয়ার্ক-এর ক্ষেত্রেও ছাড় পাওয়া যেত। কিন্তু এই কোর্স এবার বন্ধ হয়ে যাওয়ায় সেই সুবিধা আর পাওয়া যাবে না। তাই ইতিমধ্যেই যেসব পড়ুয়ারা এই কোর্স করেছেন তাঁদের ক্ষেত্রে কী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 2:31 PM IST