প্রয়োজনে তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সাধারণ মানুষের হয়ে সওয়াল করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী৷ তবে আইনজীবী হিসেবে নন, সাধারণ মানুষ হিসেবে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে চান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
গঙ্গাসাগরের সভা থেকে মমতা বলেন, ‘বিজেপি করতে পারে না এমন কোনও কাজ নেই। যে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে তাঁদের অধিকার ছিল ৭, ৮ নম্বর ফর্ম পূরণ করার। এআই ব্যবহার করে নাম বাদ দিয়েছে। হোয়াটস্যাপে ইলেকশন কমিশন চলছে। নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। ভ্যানিশ করে দিচ্ছে। মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন। এ লড়াই বাঁচার লড়াই। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। কাল আদালত খুললে আমরা আদালতে যাব। এতগুলো মানুষের প্রাণ গিয়েছে। দরকার হলে সুপ্রিম কোর্টে মানুষের হয়ে সওয়াল করবো। আমি সাধারণ মানুষের হয়ে কথা বলব। তবে আইনজীবী হিসেবে নন, আমি সাধারণ মানুষ হিসেবেই সাধারণ মানুষের কথা বলব। সেই অনুমতি আমি আদালতের থেকে নেবো৷ মানুষের কত হেনস্থা হতে হচ্ছে।’ যেভাবে এসআইআর হয়রানিতে প্রবীণ, অসুস্থদের ডেকে হয়রান করা হচ্ছে, এ দিন তার প্রতিবাদেও সরব হন মুখ্যমন্ত্রী৷
advertisement
এ দিনের সভায় ফের মুখ্যমন্ত্রীর মুখে রাম-বাম-শ্যামের কথা শোনা গিয়েছে৷ নিজের বক্তব্যের শেষ দিকে মমতা বলেন, রাম-বাম-শ্যাম ভাল থেকো৷ অনেক হয়েছে, আর নয়৷
