TRENDING:

Deucha Pachami Compensation Package: বাড়ল ক্ষতিপূরণের পরিমাণ, আরও উঁচু পদে চাকরি, দেউচা পাচামি নিয়ে বড় ঘোষণা মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ওই এলাকায় জমি দখল করে রয়েছেন বা জমির বৈধ কোনও নথি নেই, তাঁদেরও ক্ষতিপূরণ দেবে রাজ্য (Deucha Pachami Coal Block)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বীরভূমের দেউচা পাচামি প্রকল্পে (Deucha Pachami Coal Block) জট কাটাতে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ালো রাজ্য সরকার৷ এ দিন নবান্নে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, দেউচা পাচামি প্রকল্পে (Deucha Pachami Project Compensation) বাধা সৃষ্টি করার জন্য স্থানীয় মানুষকে ভুল বোঝানো হচ্ছে৷ স্থানীয় বেআইনি কয়লা খাদান মালিকদের একাংশই এই কাজ করছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেউচা পাচামি প্রকল্পের জন্য প্রায় ১০০০ একর জমি রাজ্য সরকারই দিচ্ছে৷ এর বাইরে যাঁরা এই প্রকল্পের জন্য জমি দেবেন, তাঁদের বাজার মূল্য হিসেবে জমির দামের দ্বিগুন টাকা এবং একশো শতাংশ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে৷ সবমিলিয়ে বিঘা প্রতি প্রায় ১৩ লক্ষ টাকা পাবেন জমিদাতারা৷ দেউচা পাচামি নিয়ে জট কাটাতে এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এরকমই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন: আনিস মৃত্যু তদন্তে সিট গঠন, ১৫ দিনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মমতা

এর পাশাপাশি যাঁরা প্রকল্পের জন্য বাড়ি দেবেন, তাঁদের ৭০০ বর্গফুট মাপের নতুন বাড়ি তৈরি করে দেবে সরকার৷ এর আগে ৬০০ বর্গফুটের বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল৷ যাঁরা বাড়ির বদলে টাকা নেবেন, তাঁদের ক্ষতিপূরণের অঙ্ক পাঁচ লক্ষ থেকে বাড়িয়ে সাত লক্ষ করা হয়েছে৷

advertisement

প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছিল, যাঁরা দেউচা পাচামি প্রকল্পে জমি বা বাড়ি দেবেন, তাঁদের পরিবারের একজনকে জুনিয়র কনস্টেবলের চাকরি দেওয়া হবে৷ নতুন প্যাকেজ অনুযায়ী, যাঁদের যোগ্যতা থাকবে তাঁদের পুলিশ অথব অন্য কোনও সরকারি দফতরে আরও উঁচু পদেও নিয়োগ করা হবে৷ এর জন্য ৫১০০টি শূন্যপদের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ওই এলাকায় জমি দখল করে রয়েছেন বা জমির বৈধ কোনও নথি নেই, তাঁদেরও ক্ষতিপূরণ দেবে রাজ্য৷ নতুন প্যাকেজ ঘোষণা করে দেউচা পাচামি প্রকল্প এলাকার বাসিন্দাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন করেন, 'আপনাদের যদি আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে নিশ্চিন্তে জমি, বাড়ি দিন৷ কেউ না চাইলে তাঁর জমি, বাড়ি নেওয়া হবে না৷ কিন্তু আমি থাকতে একজনকেও বঞ্চিত হতে দেব না৷'

advertisement

আরও পড়ুন: এশিয়ার বৃহত্তম Coal Block দেউচা পাচামির জন্য প্রজেক্ট অফিস তৈরি Birbhum-এ

একই সঙ্গে এই প্রকল্প রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'দেউচা পাচামি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে৷ যাদের বেআইনি কয়লার খাদান রয়েছে, তাদের মধ্যে কয়েকজন এই কাজ করছে৷ যাতে সরকার বেআইনি খাদানগুলি না নিয়ে নিতে পারে৷ কালকেও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে৷' মুখ্যমন্ত্রীর আরও বলেন, 'আমি জোর করে কিছু দখল করে কোনও কাজ করি না৷ পাঁচটি রাজ্য এই প্রকল্পের দাবিদার ছিল৷ আমরা দু' বছর ধরে লড়াই করে এই প্রকল্প বাংলা এনেছি৷ এই প্রকল্প বাংলার মুখ হবে৷ লক্ষাধিক কর্মসংস্থান হবে৷ '

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মোট ৩৪০০ একর জমি জুড়ে গড়ে উঠবে দেউচা পাচামি কয়লা প্রকল্প৷ যার মধ্যে ১০০০ একর জমি সরকারের নিজস্ব৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Deucha Pachami Compensation Package: বাড়ল ক্ষতিপূরণের পরিমাণ, আরও উঁচু পদে চাকরি, দেউচা পাচামি নিয়ে বড় ঘোষণা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল