TRENDING:

খাপ পঞ্চায়েতের ফতোয়া! মহিষাদলে দুই পরিবারকে একঘরে করতে পোস্টার, হ্যান্ডবিল

Last Updated:

Mahishadal: খাপ পঞ্চায়েতের গা-জোয়ারি। দুই পরিবারকে কেউ পুজোর প্রসাদ দিতে পারবে না। নেমন্তন্ন করা যাবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহিষাদল: মহিষাদলে ফের খাপ পঞ্চায়েতের ছায়া! পোস্টার আর হ্যান্ডবিল দিয়ে দুই পরিবারকে একঘরে করার নিদান ঘোষণা!
advertisement

জমি বিবাদের ঘটনাকে সামনে রেখে দুটি পরিবারকে একঘরে করে রাখার নিদান! গ্রাম কমিটির সেই নিদান ঘিরেই শোরগোল শুরু হয়েছে মহিষাদল এলাকায়। গ্রাম জুড়ে পোস্টার হ্যান্ডবিলও দেওয়া হয়েছে। শুরু তৃণমূল বিজেপি চাপান উতোর!

গ্রাম কমিটির নিদানে আট বছর ধরে একঘরে দুই পরিবার। একঘরে থাকা পরিবারকে পুজোর প্রসাদ বিতরণ কিংবা নিমন্ত্রণ জানানো যাবে না। সেই নিদান দিয়ে গ্রাম জুড়ে পড়ল পোস্টার।

advertisement

আরও পড়ুন- বাপরে! গৃহস্থের বাড়িতে ওটা কে? বর্ধমানে আমজনতার হাড়হিম

মহিষাদলের রঙ্গিবসান উত্তর পল্লী কমিটি দ্বারা প্রকাশিত পোস্টারে উল্লেখ করা হয়েছে, ওই পরিবারগুলিকে যেন কেউ পুজোর প্রসাদ না দেয়। এমনকী কোনও নেমন্তন্ন বাড়িতেও যেতে পারবেন না ওই দুই পরিবারের সদস্যরা।

গুরুপদ বারুই ও স্বরূপ ঘোড়াইয়ের পরিবারকে পাড়া থেকে একঘরে করে রাখা হয়েছে। তাঁদের পরিবারকে গ্রামের মন্দিরে পূজা দেওয়া এবং প্রসাদ খাওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই গ্রামের অন্য কোনও পরিবার যদি তাদের নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়ায় বা তাদের বাড়িতে প্রসাদ পৌঁছে দেয় তাহলে সেই পরিবারগুলিকেও আর্থিক জরিমানা ও একঘরে করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন- শীত দাপিয়ে ব্যাট করছে বর্ধমানে, সর্বনিম্ন তাপমাত্রা নামল ৯-এ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

নিদান দিয়ে পোস্টার দেওয়া হয়েছে রঙ্গী বসান উত্তর পল্লী কমিটির তরফে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, আট বছর আগে জায়গা সংক্রান্ত বিবাদের জেরে গ্রাম কমিটি স্বরূপ ঘোরাই ও গুরুপদ বাড়ুইকে একঘরে থাকার নিদান দেয়। পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিত দুই পরিবার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খাপ পঞ্চায়েতের ফতোয়া! মহিষাদলে দুই পরিবারকে একঘরে করতে পোস্টার, হ্যান্ডবিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল