শীত দাপিয়ে ব্যাট করছে বর্ধমানে, সর্বনিম্ন তাপমাত্রা নামল ৯-এ
- Published by:Satabdi Adhikary
- Written by:Saradindu Ghosh
Last Updated:
এ দিন সকালে আকাশ ছিল পরিষ্কার। কুয়াশার দেখা মেলেনি। তাতে খুশি কৃষকেরা। তাঁরা বলছেন, মেঘমুক্ত আবহাওয়া, জাঁকিয়ে শীত ও রোদ ঝলমলে দিন আলু-সহ অন্যান্য সবজি চাষের পক্ষে আদর্শ। এই শীত কিছুদিন বজায় থাকলে আলুর ফলন ভাল হবে বলে তাঁদের আশা।
#দক্ষিণবঙ্গ: বর্ধমানে শীতের দাপট অব্যাহত। জাঁকিয়ে শীত উপভোগ করছেন শহরের বাসিন্দারা। তবে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রার পরে এদিন তাপমাত্রার পারদ কিছুটা উপরে উঠেছে। তবুও কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় জবুথবু বর্ধমান। বাসিন্দারা বলছেন, "কম দিনের জন্য হলেও শীতের আমেজ এবার ভালই উপভোগ করা গেল। "
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা কালিম্পংকেও হার মানিয়ে দিয়েছিল। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এ দিন সকালে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা দক্ষিণবঙ্গের অনেক এলাকার থেকেই কম। এ দিন বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং-এর সঙ্গে ছিল বর্ধমান। কালিম্পং-এর সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
advertisement
জাঁকিয়ে শীত পড়ার কারণে এদিনও প্রাতঃভ্রমণকারীদের দেখা মেলেনি। অনেকেই সকালে নিজেদের গৃহবন্দি রেখেছেন। নিতান্তই যাঁরা বেরিয়েছেন তাঁদের আপাদমস্তক ছিল গরম পোশাকে মোড়া। রবিবার সকালে মাছ ও সবজির বাজারে ক্রেতাদের ভিড় হয়েছে অনেক বেলায়। বাজারে স্থানীয় মাছের জোগানও তেমন ছিল না। পাইকারি ব্যবসায়ীরা জানান, প্রচণ্ড শীতের কারণেই এলাকার জলাশয়গুলিতে মাছ কম ধরা হচ্ছে। জেলেরা এই ঠান্ডায় জলে নামতে চাইছেন না। সেই কারণে, এদিন বাজারে চালান মাছই বেশি দেখা গেছে।
advertisement
তবে এ দিন সকালে আকাশ ছিল পরিষ্কার। কুয়াশার দেখা মেলেনি। তাতে খুশি কৃষকেরা। তাঁরা বলছেন, মেঘমুক্ত আবহাওয়া, জাঁকিয়ে শীত ও রোদ ঝলমলে দিন আলু-সহ অন্যান্য সবজি চাষের পক্ষে আদর্শ। এই শীত কিছুদিন বজায় থাকলে আলুর ফলন ভাল হবে বলে তাঁদের আশা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
burdwa
First Published :
January 08, 2023 4:25 PM IST