Cold Wave: একদিনে ২৫ জনের মৃত্যু! দেশের এই শহরে মৃত্যুঘণ্টা বাজাচ্ছে ঠান্ডা! সঙ্গীন অবস্থা কলকাতারও
- Published by:Suman Biswas
Last Updated:
Cold Wave: চিকিৎসকরা বলছেন, ঠান্ডায় হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া ও রক্ত জমাট বেঁধে যাওয়াই হার্ট ও ব্রেন অ্যাটাকের কারণ।
advertisement
advertisement
advertisement
উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি খুবই সঙ্গীন। বরফাবৃত হিমালয় থেকে আগত হিমশীতল বাতাস কাঁপুনি ধরাচ্ছে তীব্রভাবে। একদিকে শীত অপরদিকে ঘন কুয়াশায় বিপাকে স্থানীয় বাসিন্দারা। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বিমান, ট্রেন ও যান চলাচল। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
দিল্লিতে এমন পরিস্থিতি আরও কয়েক দিন থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার কানপুর শহরে প্রবল ঠান্ডায় হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের জেরে ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঠান্ডায় হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া ও রক্ত জমাট বেঁধে যাওয়ায় হার্ট ও ব্রেন অ্যাটাকের কারণ। মৃত ২৫ জনের মধ্যে ১৭ জনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কোনও সময়ই পাওয়া যায়নি।
advertisement