এবছর এই ক্লাবের পুজো নবম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিডিও সুবর্ণা মজুমদার, ওসি কালিতলা রুপম ভট্টাচার্য-সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
এই নিয়ে বিডিও সুবর্ণা মজুমদার জানান, মেয়েদের জীবনের সংগ্রামের যে চিত্র তুলে ধরা হয়েছে তা অনুপ্রেরণা যোগাবে সকলকে। এই পুজো উদ্যোক্তাদের ভাবনা খুবই ভাল লেগেছে।
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ১০ জন শ্রমিক দুই মাস ধরে পুজো মণ্ডপ তৈরি করেজেন। কাঠের তক্তা, মুখোশ-সহ বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে। ভারতবর্ষের মহিলারা যেভাবে এগিয়ে চলেছে, বিশ্বের দরবারে ভারতবর্ষের নাম উজ্জ্বল করছেন যারা তাদের শ্রদ্ধা জানাতেই এই পুজো মণ্ডপ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে পুজো উদ্যোক্তা পার্থ কয়াল বলেন, পুজো মহালয়ার দিন থেকে সকলের জন্য খুলে গিয়েছে। অনেক মানুষজন আসছে। তবে থিমের যে ভাবনা সেই ভাবনা অনেকদিন থেকেই ভাবা হচ্ছে। পুজোয় এবছর ভিড় আগের বছরের থেকে বাড়বে তা অনুমান করেছেন উদ্যোক্তারা। বাড়তি পাওনা হিসেবে মুখ্যমন্ত্রীর উদ্বোধন তা নজর কাড়ছে সকলের। এই পুজোয় নিরপত্তা সংক্রান্ত বিষয়টি দেখা হচ্ছে। অতিরিক্ত ভিড় সামলানোর জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে সেখানে।