বর্তমান যুগে অবশ্য ছোট ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। ছোট থেকেই হাতে মোবাইল না দিলে শুরু হয়ে যায় কান্নাকাটি। শিশুদের এই মোবাইলের আসক্তি খানিকটা হলেও দূর করতে কাঁকসার মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা উদ্যোগ নিয়ে ক্লাবের মাঠে ম্যাজিক শোয়ের আয়োজন করল।
advertisement
শুক্রবার ওই ম্যাজিক শোয়ের সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খান। ৭ দিন ধরে এই শো চলবে। প্রতিদিন দু’টি করে শো হচ্ছে। বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত চলছে। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। পড়ুয়াদের শো দেখার জন্য টিকিটে রয়েছে বিশেষ ছাড়। তাঁদের মাত্র ৩০ টাকা লাগছে। এছাড়াও ৫০ টাকা ও ১০০ টাকার টিকিট রয়েছে।
ক্লাবের সদস্য উজ্জ্বল মল্লিক জানান, প্রতিদিন এক-একটি শো-তে প্রায় দু’শোর কাছাকাছি দর্শক হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার গুসকরা থেকে ম্যাজিশিয়ানরা এসেছেন। জাদুকর প্রদীপ কুমার সম্রাটের প্রায় ১০ জনের টিম এসেছে। তাঁদের ভেল্কিবাজি ও হাতের নানা ধরণের কৌশলে দর্শকরা মুগ্ধ হচ্ছেন বলে দাবি উদ্যেক্তাদের।
তাঁদের আরও দাবি, প্রায় ১৫-২০ বছর আগে কাঁকসার বিভিন্ন এলাকায় প্রচুর ম্যাজিক শো হত। বর্তমানে প্রায় হয় না বললেই চলে। তাই এবারের এই ম্যাজিক শো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এলাকা ছাড়াও আশেপাশের গ্রামের মানুষজন ভিড় করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খান জানান, প্রথম দিনেই মানুষের ভিড় এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ম্যাজিক শো ভাল হওয়ায় দর্শকদের উপচে পড়া ভিড় হচ্ছে। ক্লাবের সদস্যরা এই উদ্যোগ নেওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ছোট ছোট শিশুরা ম্যাজিক শো কী জিনিস তা হয়তো জানতই না। অভিভাবকরা বাচ্চাদের নিয়ে ম্যাজিক দেখাতে আসছেন। ম্যাজিক শো দেখে সকলেই আনন্দ উপভোগ করছেন।





