আরও পড়ুন: বর্ষার এত আগে নদী বাঁধে ধস! আতঙ্কে কাঁপছে মানুষ
বসিরহাটের পিফা দেভোক এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আয়োজিত বনভোজনের মঞ্চ এমন জাদুর মায়াজালে মোহিত হয়ে গেল। আজ বিরল হয়ে গেলও এক সময় এই শীতকালে গ্রামবাংলায় ঘন ঘন ম্যাজিক শো’র আসর বসত। তবে সময় বদলের সঙ্গে সঙ্গে মানুষের রুচিতে পরিবর্তণ এসেছে। আর তাতেই ক্রমশ ম্যাজিক শো থেকে মুখ ফিরিয়েছে বর্তমান প্রজন্ম।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
একসময় জাদু প্রদর্শনী ছিল বিনোদনের বড় মাধ্যম। মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় দেখা যেত জাদু প্রদর্শনীর তাঁবু ৷ আর সেখানে ভিড় জমাত আট থেকে আশি সকল বয়সের মানুষজন। শহর কিংবা গ্রামে মাঝে মাঝে দেখা মিলত এমন ধরনের জাদু প্রদর্শনীর। কিন্তু সময় এবং প্রযুক্তির ঘেরাটোপে পেরিয়ে চরম ব্যস্ততার মাঝেও সেইসব জাদু প্রদর্শনী যেন হারিয়ে যেতে বসেছে। সেজন্য দলীয় কর্মীদের পাশাপাশি গ্রামের মানুষদের একটু বিনোদনের পশরা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ বলে জানান উদ্যোক্তা মুসা হক, আব্দুল কাদেররা।
জুলফিকার মোল্লা