Bengali News: বর্ষার এত আগে নদী বাঁধে ধস! আতঙ্কে কাঁপছে মানুষ

Last Updated:

বর্ষা শুরু হওয়ার অনেক আগেই নদী বাঁধে এই ধসের ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর গ্রামে

নদীবাঁধে নেমেছে ধ্বস
নদীবাঁধে নেমেছে ধ্বস
দক্ষিণ ২৪ পরগনা: অসময়ে নদীবাঁধে ধস নামায় আতঙ্কিত এলাকাবাসীরা। প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে এই ধস নেমেছে কাকদ্বীপে। ২০০ মিটার এলাকা এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে।
বর্ষা শুরু হওয়ার অনেক আগেই নদী বাঁধে এই ধসের ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর গ্রামে। গাছপালা ও ইলেকট্রিকের পোস্ট সহ চাষজমি ধসের কবলে পড়ে তলিয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বর্ষার সময় গোবদিয়া নদীর এই বাঁধটি ধসে গিয়েছিল। সেই সময় পুরো নদী বাঁধটি মেরামত করা হয়। রবিবার থেকে নদী বাঁধটিতে পুনরায় অল্প অল্প ফাটল ধরতে থাকে। সেই সময় বোঝা যাচ্ছিল না সেটি কত বড় আকার ধারণ করবে। সময় যত গড়াতে থাকে তত ফাটল চওড়া হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বর্তমানে নদীবাঁধ পুরোপুরি ধসে নদীগর্ভে চলে গিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নদী বাঁধের কাছাকাছি থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেচ দফতরের নির্দেশ দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। অমাবস্যার কোটালের জেরে নদীতে জল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ব্লক প্রশাসন। তবে অসময়ে এই বাঁধ ভাঙায় চাষে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বর্ষার এত আগে নদী বাঁধে ধস! আতঙ্কে কাঁপছে মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement