Bengali News: মাথাপিছু মাত্র ২৫ টাকায় পালন করুন জীবনের বিশেষ দিন! সাহায্য পাবেন অসহায়রাও

Last Updated:

মাছ, ভাত, ডাল এবং সবজি এই প্যাকেজে বাজার মূল্য হিসেবে মাথা পিছু ২৫-৩০ টাকা পড়বে। সর্বোচ্চ ১০০-১৫০ জনের বাজার, রান্না বান্না এবং বসে খাওয়ার ব্যাবস্থা করার ক্ষমতা রয়েছে

+
বৃদ্ধাশ্রমের

বৃদ্ধাশ্রমের আবাসিক

বাঁকুড়া: জীবনের বিশেষ গুরুত্বপূর্ন দিন চাইলেই কাটাতেই পারেন বাঁকুড়ার একটি অত্যন্ত স্পেশাল জায়গায়। জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী, মাথাপিছু ৩০ টাকারও কম খরচে শতাধিক মানুষের খাওয়া দাওয়ার ব্যাবস্থা হয়ে যাবে এইখানে। ভাবছেন কোথায় রয়েছে এমন জায়গা? এটি এমন একটি জায়গা যেখানে রয়েছেন গল্প দাদু ও ঠাকুমার ঝুলি। এই বিশেষ জায়গায় গেলে মনে পড়ে যাবে আপনার ছেলেবেলা।
বাঁকুড়ার ওন্দার রামসাগরের অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রম। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার অনুমোদনপ্রাপ্ত এই বৃদ্ধাশ্রমে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন প্রায় ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। যাদের প্রত্যেকেরই পিছনে ফিরে দেখার কেউ নেই। কারুর হাত নেই , কারুর পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না। অমর সেবা সংঘে এইরকমই প্রকৃত একাকী বৃদ্ধ-বৃদ্ধারা এক ছাদের তলায় বেশ কষ্টের সঙ্গেই করছেন দিন যাপন। সেই কারণেই বৃদ্ধাশ্রমের হাল ফেরাতে নতুন উদ্যোগ। এই বৃদ্ধাশ্রমেই খুব কম খরচে আয়োজন করা হবে আপনার বিশেষ দিন। শুধুমাত্র আগে থেকে ফোন করে বুক করে রাখতে হবে।
advertisement
advertisement
আবাসের সুপারিনটেনডেন্ট রামানন্দ দাস অধিকারী জানান, মাছ, ভাত, ডাল এবং সবজি এই প্যাকেজে বাজার মূল্য হিসেবে মাথা পিছু ২৫-৩০ টাকা পড়বে। সর্বোচ্চ ১০০-১৫০ জনের বাজার, রান্না বান্না এবং বসে খাওয়ার ব্যাবস্থা করার ক্ষমতা আমাদের রয়েছে।
আর্থিক স্বনির্ভরতাই নয় শুধুমাত্র। এছাড়াও রয়েছে একটি বিশেষ কারণ। বৃদ্ধাবাসে যে কয়জন বৃদ্ধ ও বৃদ্ধা রয়েছেন তাঁরা প্রত্যেকেই জীবনের কোনও না কোনও এক সময় চরম একাকীত্বে ভুগেছেন। ফলে বিশেষ দিন পালন উপলক্ষে আর পাঁচটা মানুষ এলে কিছুটা হলেও তাঁদের সেই একাকীত্ব ঘুচবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আপনার আসন্ন বিশেষ দিন উজ্জাপন করার জন্য হাজার হাজার টাকা খরচ করে দামী হল ঘর বুক করার আগে একবার ভেবে দেখতেই পারেন বাঁকুড়ার এই বিকল্পে কথা।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মাথাপিছু মাত্র ২৫ টাকায় পালন করুন জীবনের বিশেষ দিন! সাহায্য পাবেন অসহায়রাও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement