প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়ে পৌষমেলার মতই বিভিন্ন কারণ দেখিয়ে তিন বছর শ্রীনিকেতনে মাঘ মেলা করেনি বিশ্বভারতী। শেষবার মেলা হয়েছিল ২০২০ সালে। মেলা না-হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক সমস্যার মধ্যে পড়েন। অবশেষে তিন বছর পরে শ্রীনিকেতনে মাঘ মেলা ফিরে আসায় ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা খুশি।
আরও পড়ুন : নিজের সৃষ্টিকে সুরক্ষিত রাখতে টোটো চালানো শিখছেন মহিলা পুলিশকর্মী
advertisement
বিশ্বভারতী সূত্রে জানা যায়, ১৯২৩ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শ্রীনিকেতন বার্ষিক উৎসব শুরু হয়। তখন থেকেই শ্রীনিকেতনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর ৬ ফেব্রুয়ারি শ্রীনিকেতনে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব হয়ে আসছে। স্থানীয়দের কাছে যা শ্রীনিকেতন মেলা বা মাঘ মেলা নামে পরিচিত। ২০২১ থেকে ‘২৩-এই তিন বছর অবশ্য মাঘ মেলা করেনি বিশ্বভারতী কর্তপক্ষ। কেবল প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালন করছিল। নতুন ভারপ্রাপ্ত উপাচার্য ফের এই মেলার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন বলে বিশ্বভারতী সূত্রের খবর।শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, “এই মেলা গ্রামীণ ও কৃষি মেলা। এই মেলার সঙ্গে নানা ঐতিহ্য জড়িয়ে রয়েছে”।
সোমবার বিকেলে উপাচার্যের উপস্থিতিতে মেলা নিয়ে হওয়া বৈঠকে ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত ভিন্ন জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়, পল্লী সংগঠন বিভাগের জীবনব্যাপী শিক্ষা বিভাগের অধ্যক্ষ অমিত হাজরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেখানেই ঠিক হয় বিগত বছরগুলির মতই মাঘ মেলার আয়োজন করা হবে।
সৌভিক রায়