আরও পড়ুন: একটি বাইকে সাওয়ার তিন! বাসের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, আশঙ্কাজনক আরও এক
আগের ভারী বৃষ্টিপাত হয়েছে জেলা জুড়ে। ফলে আবহাওয়ায় কিছু পরিবর্তন আসে। এদিন সকালে উঠে অভিভাবকরা দেখতে পান ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিপাশ। কিন্তু মাধ্যমিক বলে কথা। সন্তানদের নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে হবে। বিশেষ করে প্রথম পরীক্ষার দিন একটু বেশি আগে পৌঁছনোর তাড়া থাকে। সেই লক্ষ্যে আগেভাগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন সবাই। তবে অটো, বাস এবং পুলকার চালকরা তৎপর থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে বিশেষ একটা বেগ পেতে হয়নি পরীক্ষার্থীদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তৎপর ছিল প্রশাসনও। পরীক্ষার সময় এগিয়ে আসায় সকাল থেকেই রাস্তায় পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছিল। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যা না হওয়ায় খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা। তারা নিশ্চিন্তেই পরীক্ষাকেন্দ্রে ঢুকেছে। তবে সকালে পরীক্ষা শুরুর সময় এগিয়ে আসায় ঘুম থেকে উঠে একবার বইটা ঝালিয়ে নেওয়াটা অনেকেই করতে পারেনি। এই নিয়ে কেউ কেউ কিঞ্চিত আক্ষেপ প্রকাশও করে। যদিও সবমিলিয়ে নির্বিঘ্নেই শুরু হল আসানসোল শিল্পাঞ্চলের এবারের মাধ্যমিক পরীক্ষা।
নয়ন ঘোষ