এমন বিজ্ঞাপন দেখে বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে পারছেন না। নামমাত্র খরচে এমন পরিষেবা পাওয়া যাচ্ছে দেখে অনেকেই খুশি। এই নিয়ে ধুলোগোড়-ফটিকগাছি রোডের জুজারসাহা উত্তরপাড়া এবং ধুলোগোর সাঁকোতলা এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। এলাকার একটি ক্লিনিক ও কালেকশন সেন্টার স্থানীয় মানুষকে বিশেষভাবে সুবিধা দিতেই এই উদ্যোগ নিয়েছে।
advertisement
সংস্থার কর্ণধার তাপস মন্ডল জানান, এখানে সমস্ত পরীক্ষা একটি নামকরা প্যাথল্যাবস এর দ্বারা সম্পন্ন হয়। গত ১০ বছর এভাবেই বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। বহু মানুষ রয়েছেন, যাদের অর্থনৈতিকভাবে নানা সমস্যা রয়েছে। ফলে চিকিৎসা পরিষেবার জন্য তাদের বেগ পেতে হয়। তাই আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং মানবিক দিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, এবার ধুলোগড় শাঁকোতলা শাখায় আগামী আগামী ৮ ও ৯ নভেম্বর অর্থাৎ শনি ও রবিবার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অভাবনীয় ছাড় এর ব্যবস্থা করা হয়েছে। যেখানে ৫০০ টাকার পরীক্ষা মাত্র ২০০ টাকায় করা হচ্ছে। ১৭০ টাকার পরীক্ষায় ১০ টাকা, ৮৫ টাকার পরীক্ষা ১০ টাকায় করা হচ্ছে। কোলেস্টরেল, ইউরিক অ্যাসিড, এইচবিএ১৩, সুগার, ত্রৈমাসিক সুগার, থাইরয়েড প্রোফাইল এর মত বিভিন্ন পরীক্ষায় এই দু’দিন থাকছে বিশেষ ছাড়। প্রতিদিন যেখানে ১০০’র অধিক মানুষ এই সুযোগ পাবেন।






