পেশায় তিনি ফেরিওয়ালা। মাটির বাড়িতে বসবাস করেন। তাও আবার পুরসভার দেওয়া ত্রিপল খাটিয়ে থাকেন পরিবারের সদস্যদের সঙ্গে। বাড়িতে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও দুই সন্তান।
আরও পড়ুন- এই শীতেই প্রথম আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল, রাজ্যবাসীকে 'বিশেষ' উপহার মমতার
শেখ এহসান জানান, ‘‘আমি ফেরির কাজ করি। রোজগার বলতে প্রতিদিন ২০০ টাকা করে হয়। প্রতিদিন ৬০ টাকার লটারি টিকিট কিনতাম। কোনওদিনই কিছু পাইনি ৷ কিন্তু আজ সকালে আমি ৩০ টাকার টিকিট কিনেছিলাম। দুপুরে লটারির রেজাল্ট বেরোতেই দেখি ১ কোটি টাকা জিতে নিয়েছি। আমি আজ অত্যন্ত খুশি। এই টাকা দিয়ে নিজের সন্তানদের লেখাপড়া করাব।’’
advertisement
পাশাপাশি এহসানের বাবা শেখ জাফর আলি জানান, ‘‘আমি নিজেও ফেরি করে সংসার নির্বাহ করি। তাই ছেলেও ওই কাজের সঙ্গে যুক্ত। সে লটারিতে টাকা পেয়েছে শুনে আমরা খুব খুশি।’’
আরও পড়ুন- বিনিয়োগ টানতে বিদেশে যাওয়ার প্রস্তাব দিলেন মমতা, সাদরে গ্রহণ করলেন ধনখড়
এহসানের মা নুরেমা বিবি জানান, ‘‘আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। দিন আনা দিন খাওয়ার লোক আমরা। মাটির বাড়িতে বসবাস করি। এমনকী ছেলেদের পড়াশুনাও করাতে পারিনি। তার জন্য ফেরির কাজ করেই সংসার চালাতে হয়। তাই এই টাকাতে প্রথমে ছেলেদের পড়াশুনা করাব। তারপর একটা ভালো বাড়ি বানাব।’’