TRENDING:

Luchi like sweet: লুচির মতো ফুলকো আর গোল! জনপ্রিয় মিষ্টির নাম ফুলের সঙ্গে মিলিয়ে, কী নাম বলুন?

Last Updated:

খাজা তো অনেক রকমের খেয়েছেন। কিন্তু লুচির মতো বড় বড় সাইজের তৈরি পদ্ম খাজা খেলেই পেট ভরে যাবে। মুর্শিদাবাদ জেলার সালারের কাগ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসে মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহি খাবার হচ্ছে খাজা। মেলায় খুব জনপ্রিয় এই খাবারটি। খাজা হল ময়দা, চিনি, ঘি বা ডালডা দিয়ে তৈরি এক প্রকার মিষ্টি খাবার যা এই রাজ্যের সহ পূর্ব ভারতের বিহার, ওড়িশার খাজাও বিখ্যাত ।
advertisement

খাজা তো অনেক রকমের খেয়েছেন। কিন্তু লুচির মতো বড় বড় সাইজের তৈরি পদ্ম খাজা খেলেই পেট ভরে যাবে। মুর্শিদাবাদ জেলার সালারের কাগ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসে মেলা। পাশাপাশি, আছে বেশ কিছু পুরোনো মিষ্টির দোকান। আর সেই মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে এই বড় বড় খাজা। ময়দা দিয়ে তৈরি, পরে তেলে ভাজা এবং সেটাকে রসে ডুবিয়ে খাজার স্বাদ দিয়ে ২০টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে।

advertisement

আরও পড়ুনJagadhatri Pujo 2023: নবাবের থেকে ধার নেওয়া টাকা শোধ, তারপরই শুরু কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো

বিক্রেতা তারক চক্রবর্তী জানান, মুলত জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই পদ্ম খাজা বিক্রি হয়। তবে দেখতে লুচি মনে হলেও এটা খাজা হিসেবেই খাওয়া হয়।

View More

প্রথমে ময়দা দিয়ে ভিজিয়ে রেখে লুচির মতো তৈরি করে তেলে ভাজা ভাজা হয়। ভাজার পরে আলাদা রকমের মিষ্টির রসে ঠান্ডা করার পরে ডুবিয়ে খাজার স্বাদ দেওয়া হয়। মাত্র ২০টাকার বিনিময়ে এই বিশাল আকৃতির খাজা তৈরী করে বিক্রি করা হয়। যা খেয়ে পেট ভরে যায় ক্রেতাদের।

advertisement

আরও পড়ুনOsteoarthritis problem: থাইরয়েড বা ডায়াবেটিসে ভুগছেন? অস্টিওআর্থারাইটিসের প্রবল আশঙ্কা, জানুন কী করবেন

কারিগর জানান, প্রথমে একটি বাটিতে ময়দা, নুন, তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো করে নিতে হবে। পরে পাটাতে লুচির মতো বেলে তেলে ভেজে ঠান্ডা মিষ্টির রসে ডুবিয়ে বিক্রি করা হয়ে থাকে বাজারে। যার নাম পদ্ম খাজা।

advertisement

তবে বছরের অন্যান্য সময় এই বিশাল আকৃতির লুচির মতো পদ্ম খাজা বাজারে না পাওয়া গেলেও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রায় দশ দিন ধরে পাওয়া যায় এই খাজার। যার চাহিদাও থাকে তুঙ্গে।

কৌশিক অধিকারী

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Luchi like sweet: লুচির মতো ফুলকো আর গোল! জনপ্রিয় মিষ্টির নাম ফুলের সঙ্গে মিলিয়ে, কী নাম বলুন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল