Osteoarthritis problem: থাইরয়েড বা ডায়াবেটিসে ভুগছেন? অস্টিওআর্থারাইটিসের প্রবল আশঙ্কা, জানুন কী করবেন
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
Last Updated:
অস্টিওআর্থারাইটিস নিয়ে এবার ভয়ের কোন কারণ নেই, কী জানালেন চিকিৎসক?
পশ্চিম মেদিনীপুর: বিভিন্ন বয়সেই নানাবিধ সমস্যা দেখা যায় সাধারণ মানুষের। হাঁটুতে ব্যথা কিংবা হাড়ের নানা সমস্যা সৃষ্টি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। কখনও বেশি কাজ করলে, আবার কখনও কমেতেও শারীরিক নানান সমস্যা সৃষ্টি হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্টিওআর্থারাইটিস রোগে ভোগেন অনেকেই। এই রোগের লক্ষণ তা থেকে নিরাময়ের উপায় সবিস্তারে তুলে ধরলেন চিকিৎসক মলয় কুমার পতি।
আর্থারাইটিস বা বাত এর সঙ্গে সামঞ্জস্য নেই অস্টিওআর্থারাইটিসের। অস্টিওআর্থারাইটিস এক ধরনের হাড়ের সমস্যা। অস্টিওআর্থারাইটিস একধরনের হাড়ের ক্ষয়জনিত সমস্যা। মূলত হাঁটুতে এই সমস্যা দেখা যায়। হাঁটুতে টিবিয়া ও ফিমার দুটি হাড়ের সংযোগস্থলে ঘর্ষণের ফলে ধীরে ধীরে হাঁটুর জয়েন্টে ক্ষয় সৃষ্টি হয়।
advertisement
advertisement
মূলত যারা হাঁটু মুড়ে বসে নানান কাজ করেন কিংবা মোটা মানুষজনের এই অস্টিওআর্থারাইটিসের সমস্যা দেখা যায়। থাইরয়েড বা ডায়াবেটিস রোগীদের জন্য এই রোগের সম্ভাবনা বেশি থাকে।
এই রোগ হলে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মত ব্যথা কমানোর ওষুধ এবং সামান্য ওষুধ খেলেই সেরে যায়। তবে সেক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন। পাশাপাশি বেশ কিছু ব্যায়ামে উপসম মেলে এই রোগ থেকে। চিকিৎসকের মত অনুযায়ী, এই রোগ হলে দৈনন্দিন কিছু কাজে পরিবর্তন আনা জরুরি।
advertisement
তবে এই ধরনের কোন রোগ অসুখ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ মত ওষুধ সেবন করা জরুরি।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 8:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Osteoarthritis problem: থাইরয়েড বা ডায়াবেটিসে ভুগছেন? অস্টিওআর্থারাইটিসের প্রবল আশঙ্কা, জানুন কী করবেন