এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনের । এক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন
এমনই অবাক চিত্র ধরা পড়ল বারাসাত লোকসভার পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ ভোট গ্রহণ কেন্দ্রে। এ ছবি নজিরবিহীনই বটে। দেখা যায়, মাথায় হেলমেট পরে, পায়ে হেঁটে এসে লাইনে দাঁড়িয়েছেন ভোটার। মাথায় হলুদ রঙের হেলমেট। মনে পড়ে যায়, পিকে ছবির সেই দৃশ্যের কথা।
advertisement
সকাল থেকে বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত। কোথাও মার খাচ্ছেন প্রার্থী, কোথাও মার খাচ্ছেন সাংবাদিকেরা। ভোট উৎসবের নামে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে বাঁচতেই, মাথায় হেলমেট পরে ভোট দিতে এলেন সৌর মণ্ডল। এ খানিকটা প্রতিবাদও বটে।
আজ শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আর এবারের ভোটের সব থেকে হাইভোল্টেজ কেন্দ্রগুলি রয়েছে এই দফাতেই। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট আজ। শেষ দফায় কী হয়, তার দিকেই নজর বাংলার। বাংলা ছাড়াও বিহারের ৮টি, হিমাচল প্রদেশের চারটি, ঝড়খণ্ডের তিনটি, ওড়িশার ৬টি আসনে, পঞ্জাবের ১৩টি, উত্তর প্রদেশের ১৩টি, চণ্ডীগড়ের একটি আসনে ভোট রয়েছে ১ জুন।