এদিন বর্ধমানে বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘জয় মা দূর্গা, জয় মা কালী, হর হর মহাদেব।’ হিন্দু ধর্মের তিন দেবতার নামে জয়ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করার পরই বর্ধমানবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী প্রশ্ন ছুড়ে দেন, ‘কেমন আছেন বর্ধমানবাসী? কেমন আছেন দূর্গাপুরবাসী? আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা।
আরও পড়ুন: ‘আমিই তমলুকের হেভিওয়েট প্রার্থী’, মনোনয়ন পেশের পর সায়ন
advertisement
বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোট আগামী ১৩ মে। আর তার আগে দুই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-১ ব্লকের তালিত সাই কমপ্লেস ময়দানে শুক্রবার জনসভা করেন প্রধানমন্ত্রী। সকাল ১০:৫০ নাগাদ হেলিকপটারে চেপে সাই কমপ্লেক্স ময়দানে পৌঁছন মোদি।
প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায় কর্মী-সমর্থকদের মধ্যে। এদিকে এদিন মোদির ছবি এঁকে মঞ্চে তাঁরই হাতে তুলে দেন অভিজিৎ দত্ত নামে বিজেপি কর্মী।
বনোয়ারীলাল চৌধুরী