আরও পড়ুন: পারদ ৪০ ডিগ্রি ছুঁতেই জুট মিলে মজুত পাটে আগুন লাগল! ছুটে এল দমকল
উত্তরাখণ্ড থেকে আরামবাগে এসেছেন এক নাগা সন্ন্যাসী। তাঁর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুক্রবারে ভোট প্রচারে বের হলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। গোটা ঘটনায় আনন্দে আপ্লুত হয়ে ওঠেন তৃণমূল প্রার্থী। তাঁর চোখে দেখা যায় আনন্দাশ্রু। শুক্রবার সকালে নাগা সন্ন্যাসীকে ষষ্টাঙ্গে প্রণাম করেন মিতালী। একইসঙ্গে দেখা যায় পা ছুঁয়ে প্রণাম করে কিছুটা আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন। তবে সন্ন্যাসীর আশীর্বাদ নিয়ে আবারও পুরোদমে প্রচারে নামেন মিতালী বাগ।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের সংসার চলে দেওয়াল লিখে! ভোটের আগে ব্যস্ততা তুঙ্গে
এই বিষয়ের আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ বলেন, ওই সন্ন্যাসী টিভির পর্দায় দেখেছিলেন গ্রামের একজন গরিব-দুঃখী মেয়ে ভোটে দাঁড়িয়েছে। তাই তিনি আশীর্বাদ করতে হরিদ্বার থেকে ছুটে এসেছেন। এই ঘটনা তাঁকে লড়াইয়ের অনুপ্রেরণা যোগাবে বলে জানান মিতালী।
রাহী হালদার