Fire Incident: পারদ ৪০ ডিগ্রি ছুঁতেই জুট মিলে মজুত পাটে আগুন লাগল! ছুটে এল দমকল

Last Updated:

Fire Incident: দুপুরে শ্যামনগরের ওয়েভারলি জুট মিলের পাটের গুদামে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়

অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড
উত্তর ২৪ পরগনা: ভয়াবহ পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। শুক্রবার প্রথম দফার লোকসভা ভোটের দিনই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গেল। সেই তালিকায় আছে উত্তর ২৪ পরগনার নাম’ও। আর জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁতেই আগুন লাগল জুট মিলের পাটের গুদামে।
এদিন দুপুরে শ্যামনগরের ওয়েভারলি জুট মিলের পাটের গুদামে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ওই গুদামে মজুত থাকা পাট অতি দাহ্য হওয়ায় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রচন্ড রোদ এবং তাপের কারণেই সম্ভবত গুদামের মধ্যে রাখা পাটে আগুন ধরে যায়। দমকলের পক্ষ থেকেও তেমনই জানানো হয়েছে প্রাথমিক অনুমান হিসেবে। এর জেরে সাময়িক ব্যাহত হয়ে পড়ে মিলের উৎপাদন। বন্ধ রাখা হয়েছে কাজ। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, প্রথমে মজুত থাকা পাট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই ধোঁয়া থেকেই কিছুক্ষণের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হয়নি।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Incident: পারদ ৪০ ডিগ্রি ছুঁতেই জুট মিলে মজুত পাটে আগুন লাগল! ছুটে এল দমকল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement