২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটগ্রহণ
সেজ দফায় ভোটগ্রহণ হবে দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্রেই। জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর ও যাদবপুর, এই চার হাইভোল্টেজ কেন্দ্রের ভোটগ্রহণ নিয়ে রীতিমতো উত্তেজনায় ফুটছে রাজনৈতিক শিবির। ভোটের দুদিন আগেই, বৃহস্পতিবারই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বুথের উদ্দেশ্যে রওনা দেন ভোট কর্মীরা। অন্যান্য জায়গায় শুক্রবার ভোট কর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছলেও সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: রিমল ধাক্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি যোগাযোগ, চালুর জন্য চিঠি সায়নের
শনিবার নির্বাচন হবে জয়নগর, মথুরাপুরের মত সুন্দরবন অধ্যুষিত এলাকাতে। এই সমস্ত এলাকা দুর্গম। তাই দুদিন আগেই এই দুর্গম এলাকাগুলিতে নির্বাচনের জন্য ভোট কর্মীদের পাঠানোর কাজ শুরু হয়। এদিন গোসাবায় সকাল থেকেই ভোট কর্মীরা আসতে শুরু করেছেন। গোসাবা বিডিও অফিসের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইভিএম ও ভোটের সমস্ত জিনিসপত্র বুঝে নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁরা। নদী পথে দুর দূরান্তের বুথে যেতে হবে বলেই একদিন আগে ভোট কর্মীরা যেতে শুরু করেছেন। তবে ডিস্ট্রিবিউশন সেন্টারে নানা অসুবিধা, পেমেন্ট সংক্রান্ত সমস্যা থাকার জন্য ক্ষোভও উগরে দেন অনেকে।
সুমন সাহা