TRENDING:

Lok Sabha Election 2024: ভোট ঘোষণার আগেই জেলায় আর‌ও ৩২ টি নতুন নাকা পয়েন্ট

Last Updated:

৩৮০ কিমি দীর্ঘ ঝাড়খণ্ড সীমানার কথা মাথায় রেখে আরও নতুন করে ৩২ টি নাকা পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এই পয়েন্টগুলির কথা জানিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড পুলিশকে। জঙ্গলমহলের এই জেলায় ১৩ টি থানাকে ঘিরে ৩৮০ কিমি দীর্ঘ ঝাড়খণ্ড সীমানা রয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: লোকসভা নির্বাচনের নির্ঘন্ট শনিবার বিকেলে ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তার আগে থেকেই প্রচারে ঝড় তুলেছেন শাসক-বিরোধী প্রার্থীদের। তাই আগাম বাড়তি সুরক্ষার ব্যবস্থা করেছে পুরুলিয়া জেলা পুলিশ। ঝাড়খণ্ডের ৬ জেলা লাগোয়া বাংলা-ঝারখণ্ড সীমানায় নতুন করে আরও ৩২ টি নাকা পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ভোট ঘোষণা হলেই ওই পয়েন্টগুলিতে নাকা চেকিং শুরু হবে। ঝাড়খণ্ডের নাকা পয়েন্টগুলি বাংলার চেকপোষ্টের কাছেই হবে, নয়ত ওই এলাকার পৃথক কোনও জায়গায় করা হবে। এ বিষয়ে অবশ্য এখনও কোনও চূড়ান্ত রিপোর্ট ঝাড়খণ্ড পুলিশ পুরুলিয়া জেলা পুলিশকে দেয়নি।
৩২ টি নতুন নাকা
৩২ টি নতুন নাকা
advertisement

আরও পড়ুন: বউ মেলায় গিয়েছেন কখন‌ও? ইতিহাসের অংশ হয়ে ওঠা এই মেলা কোথায় হয় দেখুন

এই বিষয়ে পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ৩৮০ কিমি দীর্ঘ ঝাড়খণ্ড সীমানার কথা মাথায় রেখে আরও নতুন করে ৩২ টি নাকা পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এই পয়েন্টগুলির কথা জানিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড পুলিশকে। জঙ্গলমহলের এই জেলায় ১৩ টি থানাকে ঘিরে ৩৮০ কিমি দীর্ঘ ঝাড়খণ্ড সীমানা রয়েছে। ওই থানাগুলি হল বান্দোয়ান, বরাবাজার, বলরামপুর, বাঘমুন্ডি, ঝালদা, কোটশিলা, জয়পুর, পুরুলিয়া মফস্বল, পাড়া, সাঁওতালডিহি, রঘুনাথপুর, নিতুড়িয়া। বর্তমানে ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা এই জেলায় ১০৯ টি নাকা পয়েন্ট রয়েছে। তার মধ্যে ফি দিন ঘুরিয়ে ফিরিয়ে ৪৬ টি নাকা পয়েন্টে দু’ঘণ্টা ধরে ‘সারপ্রাইজ নাকা’ চলে। এছাড়া ৯ টি আন্ত:রাজ্য নাকা পয়েন্টে ২৪ ঘণ্টা তল্লাশি হয়।

advertisement

৯ টি ইন্টারস্টেট নাকা পয়েন্ট হল নিতুড়িয়া থানার মহেশ নদী চেকপোস্ট, সাঁওতালডিহির গোয়াই ব্রিজ, পাড়ার দড়দা সেতু, পুরুলিয়া মফস্বলের ঘোঙা, জয়পুরের কাঁঠালটাড়, ঝালদার তুলিন বলরামপুরের দাঁতিয়া, বান্দোয়ানের ধবনি ও বরাবাজারের বামনিডি। এই ৯ টি আন্ত:রাজ্য নাকা পয়েন্টে ঝাড়খণ্ডের পাঁচটি চেকপোস্ট রয়েছে। সম্প্রতি পুলিশের আন্ত:রাজ্য সমন্বয়ে বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই বৈঠকেই বাংলা-ঝাড়খণ্ড পুলিশ সিদ্ধান্ত নিয়েছিল, ভোটের কথা মাথায় রেখে আরও নতুন করে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং চালানো হবে। কারণ এ রাজ্যে মাওবাদী কার্যকলাপ না থাকলেও ঝাড়খণ্ডে রয়েছে। তাই পুরুলিয়ার ৩৮০ কিমি সীমানায় কোনওরকম ঝুঁকি নিচ্ছে না জেলা পুলিশ। জেলায় সুষ্ঠুভাবে লোকসভা নির্বাচন করা তাঁর কাছে এখন বড় চ্যালেঞ্জ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট ঘোষণার আগেই জেলায় আর‌ও ৩২ টি নতুন নাকা পয়েন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল