Local News: বউ মেলায় গিয়েছেন কখন‌ও? ইতিহাসের অংশ হয়ে ওঠা এই মেলা কোথায় হয় দেখুন

Last Updated:

জায়গাটি হিন্দু সম্প্রদায়ের মানুষের পুণ্যস্থানে পরিণত হয়েছিল। প্রতিবছর ফাল্গুন মাসের শেষ সপ্তাহে ওই স্থানে পুজোর আয়োজন করে এলাকার মানুষ

+
সুন্দরবনের

সুন্দরবনের এই বউ মেলা

উত্তর ২৪ পরগনা: বউ মেলা! তাও প্রত্যন্ত সুন্দরবনে। প্রাচীন কাল থেকেই এই মেলাপরিচালনা করে আসছেন মহিলারা।
সুন্দরবন এলাকার মিনাখাঁর বগিরহুলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী প্রাচীন ব‌উ মেলা বা বগীরহুলা বউ মেলা। এই বউ মেলার নিজস্ব ইতিহাস আছে। আজ থেকে প্রায় ৪০০ বছর পূর্বে এই মেলার উৎপত্তি। তৎকালীন সময়ে এই এলাকা ছিল সম্পূর্ণ বনাঞ্চলে ঢাকা। কথিত আছে, তৎকালীন সময়ে গ্রামের পর গ্রাম জুড়ে কলেরা, বসন্তের মত মহামারীর ছড়িয়ে পড়েছিল। গ্রামের শত শত মানুষ মারা যেত। সেই সময় মহামারি থেকে বাঁচতে গ্রামের মহিলারা মা শীতলার পুজো শুরু করেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
একপর্যায়ে জায়গাটি হিন্দু সম্প্রদায়ের মানুষের পুণ্যস্থানে পরিণত হয়। প্রতিবছর ফাল্গুন মাসের শেষ সপ্তাহে ওই স্থানে পুজোর আয়োজন করে এলাকার মানুষ। সমাগত ন দূর-দূরান্তের ভক্তরা। কালের আবর্তে স্থানটিতে লোকজনের উপস্থিতি বাড়তেই থাকে। এভাবে গোড়াপত্তন ঘটে বগিরহুলা মেলার। সেই থেকে আজও রীতিনীতি মেনে প্রতি বছর বছরের নির্দিষ্ট সময়ে মিনাখাঁর বগিরহুলা গ্রামে মা শীতলার পুজো উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় এই মেলা। শীতলা মঙ্গল গানের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়। শোনা যায় পূর্বে পুজো-অর্চনা ও এই মেলা মহিলারাই পরিচালনা করতেন। সেই থেকে এই মেলা বউ মেলা নামে খ্যাত। মেলা উপলক্ষে চার দিনব্যাপী বহুদূর দুরন্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়, এছাড়াও চার দিনব্যাপী নানান সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: বউ মেলায় গিয়েছেন কখন‌ও? ইতিহাসের অংশ হয়ে ওঠা এই মেলা কোথায় হয় দেখুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement