জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে তৃতীয় দফায়। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছেন প্রত্যেক প্রার্থী। প্রতিদিন দু’বেলা নিয়ম করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা। এবার সবুজ সাথীর সাইকেল নিয়ে নির্বাচনী প্রচার সারলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান ও তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান। জঙ্গিপুর লোকসভার অন্তর্গত রঘুনাথগঞ্জ বিধানসভার লক্ষ্মী জোলা গ্রাম পঞ্চায়েতে এই অভিনব উপায়ে প্রচার করেন তাঁরা। আর সেখানেই কখনও হুড খোলা গাড়িতে, কখনও বা পায়ে হেঁটে কখনও বা সাইকেল চালিয়ে জনসংযোগ করে ভোটের নির্বাচনী প্রচার করলেন।
advertisement
আরও পড়ুন: ইদের ছুটিতে বাড়ি এলেও আনন্দ করা হল না, বাইক দুর্ঘটনায় দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু
খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলার একজন প্রসিদ্ধ বিড়ি ব্যবসায়ী। ২০১৯ সালে প্রথম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি জয়ী হন। এবার দ্বিতীয় বারের জন্য আবার প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিপক্ষে বিজেপি ও কংগ্রেস প্রার্থী থাকলেও তাঁদেরকে আমল দিতে নারাজ তিনি। যদিও নির্দল কাঁটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এখানে।
কৌশিক অধিকারী