TRENDING:

Lok Sabha Election 2024: রিমল ধাক্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি যোগাযোগ, চালুর জন্য চিঠি সায়নের

Last Updated:

Lok Sabha Election 2024: ডায়মন্ডহারবারে জেটি খারাপ থাকায় বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য কুকড়াহাটি-ডায়মন্ডহারবার ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সমস্যা নিরসনে এগিয়ে এলেন সায়ন ব্যানার্জি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে কুকড়াহাটি-ডায়মন্ডহারবার ফেরি পরিষেবা। ফলে সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলার অসংখ্য মানুষ। তাদের এই সমস্যার কথা মাথায় রেখে জেলাশাসককে মেল করলেন তমলুক কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। তিনি দ্রুত এই ফেরি পরিষেবা চালুর দাবি জানিয়েছেন।
advertisement

২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটগ্রহণ

হলদিয়া মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ডহারবারে জেটি খারাপ থাকায় বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য কুকড়াহাটি-ডায়মন্ডহারবার ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের মানুষকে হলদিয়ার কুকড়াহাটি থেকে ভেসেলে রায়চক পেরিয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। পুনরায় কবে ফেরি পরিষেবা চালু হবে তা নিয়ে চিন্তায় দুই জেলার বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: গোটা গ্রাম আর্সেনিক যুক্ত জল পান করছে! দেখার নেই কেউ

View More

ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবের কারণেই ডায়মন্ডহারবারে জেটির গ্যাংওয়ে নষ্ট হয়ে গিয়েছে। তাই যাত্রীদের ঝুঁকি এড়াতে আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে জেটি মেরামতের উদ্যোগ নিয়েছে ডায়মন্ডহারবার পুরসভা। হুগলি নদীর উপর এই ফেরি সার্ভিসের মাধ্যমে প্রতিদিন কয়েক হাজার মানুষ নদীপথ পারাপার করে বিভিন্ন কাজে আসেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে বহু মানুষ এই রুটের ফেরি সার্ভিস দিয়েই হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানায় কাজ করতে আসেন। নিরুপায় হয়ে তাঁদেরকে কুকড়াহাটি-রায়চক ফেরি সার্ভিস ব্যবহার করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সদ্য হয়ে যাওয়া তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী, তরুণ আইনজীবী সায়ন ব্যানার্জি এগিয়ে আসার বিষয়টি অনেকেরই নজর কেড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: রিমল ধাক্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি যোগাযোগ, চালুর জন্য চিঠি সায়নের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল