আরও পড়ুন: বৃষ্টির রাতে গোটা গ্রাম তছনছ করে দিল বুনো হাতি
‘জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন’… এই তরুণ সিপিএম প্রার্থী নামের সঙ্গে শিল্পায়নের ছন্দ বেঁধে এই স্লোগান বেশ সাড়া ফেলেছে তমলুকের মানুষের কাছে। শেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের ‘খেলা হবে’ স্লোগান দিয়ে ভোটের ময়দান কার্যত মাতিয়ে দিয়েছিল। সেই উদাহরণকেই সামনে রেখেই কার্যত নতুন স্লোগান বেঁধেছে বামেরা।
advertisement
আরও পড়ুন: তাম্রলিপ্তের নাম আবারও ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে
তমলুক একসময় বামেদের গড় ছিল। পরবর্তীতে তৃণমূলের দখলে আসে। তবে এবারে বাম, বিজেপি ও তৃণমূলের জমজমাট ত্রিমুখী লড়াই এই কেন্দ্রে দেখা যাবে বলে ভোট বিশ্লেষকদের ধারণা। ঘটনা হল এই তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রামেই পেট্রো ক্যামিকেল হাব গড়ে তোলার কথা হয়েছিল। যার মধ্য দিয়ে বাংলাজুড়ে শিল্পায়নের স্বপ্ন দেখিয়েছিল বামেরা। আবার এই নন্দীগ্রামে জমি বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হওয়া বিরোধী মত দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটায়। যদিও তারপর হলদি নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন দেখার জমজমাট ত্রিমুখী লড়াইয়ে শিল্পায়নের ছন্দে বাঁধা স্লোগান তরুণ সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জিকে ভোট বৈতরণী পাড় করতে সাহায্য করে কিনা।
সৈকত শী