লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal
গতবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর কেন্দ্রে বামেদের পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। মাফুজা খাতুন এই আসনে যথেষ্ট ভাল লড়াই দিয়েছিলেন। এবার বিজেপি উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষকে জঙ্গিপুরে প্রার্থী করেছে। তিনি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকাতে নির্বাচনী প্রচার করছেন। কার্যত চষে ফেলছেন গোটাই এলাকা।
advertisement
আরও পড়ুন: মাথায় পুজোর ডালি নিয়ে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে বিজেপির অসীম সরকার
চৈত্রের চড়া রৌদ্রকে উপেক্ষা করেই ভোটের নির্বাচনী প্রচার চালাচ্ছেন ধনঞ্জয় ঘোষ। শরীরকে সুস্থ রেখে এবং কর্মী ও সমর্থকদেরকে মন চাঙ্গা রেখে কীভাবে ভোট করা যায় তার রণকৌশল তিনি বলছেন প্রচারের ফাঁকে ফাঁকে। গত পঞ্চায়েত নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু জায়গা ভাল ফল করেছিল বিজেপি। সেটাই এবারের ভোটে তাদের অন্যতম আত্মবিশ্বাসের কারণ।
কৌশিক অধিকারী





