TRENDING:

Lok Sabha Election 2024: চৈত্রের গরমে নাভিশ্বাস উঠলেও আসানসোলে ভোটের হাওয়ায় তাপ নেই

Last Updated:

Lok Sabha Election 2024: বাংলার বিভিন্ন প্রান্তে যখন দলীয় প্রতীক হাতে নিয়ে প্রার্থীরা দাপিয়ে প্রচার করছেন, তখন আসানসোলের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। যেন এক অদ্ভুত ঝিম ধরা ভাব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: গ্রীষ্মকাল পড়ার আগেই ঝড়ো ব্যাট করছে গরম। হাসফাঁস গরমে কার্যত কাবু আসানসোল। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলায় রেকর্ড ছুঁয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু চারিদিকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠলেও কয়লা খনি অধ্যুষিত এই কেন্দ্রে ভোটের গরম হওয়া যেন অনেকটাই ম্লান।
advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

বাংলার বিভিন্ন প্রান্তে যখন দলীয় প্রতীক হাতে নিয়ে প্রার্থীরা দাপিয়ে প্রচার করছেন, তখন আসানসোলের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। রাজনৈতিক বিশ্লেষকদের মত, রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিতে যখন তৃণমূল, বিজেপি ও বাম প্রার্থীরা লাগাতার প্রচার করে চলেছেন, তখন আসানসোলে সেই প্রচারের ঝাঁঝ দেখতে পাওয়া যাচ্ছে না। অথচ এই আসানসোল লোকসভা কেন্দ্রেই তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেছিল অনেক আগে। বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহার উপরেই ফের একবার ভরসা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অন্যদিকে এই লোকসভা কেন্দ্রে লাল ঝান্ডা হাতে সিপিএমের প্রার্থী হয়েছেন জাহানারা খান। কিন্তু বিজেপি এখানে প্রার্থী হিসেবে ভোজপুরি স্টার পবন সিং-এর নাম ঘোষণা করলেও তিনি সরে দাঁড়ানোয় পদ্ম শিবির যেন কিছুটা হলেও দিকভ্রান্ত।

advertisement

আর‌ও পড়ুন: জঙ্গিপুরে প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? ভোট সমীকরণে উঠে আসছে যে ইঙ্গিত

এদিকে পড়শি শহর দুর্গাপুরে তিন দলই জোরকদমে প্রচার চালাচ্ছে। বর্ধমান -দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী করেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রতীকে লড়ছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। আসানসোলের ক্ষেত্রে মূলত বাম প্রার্থী জাহানারা খাতুনকেই ময়দানে দেখা যাচ্ছে। তৃণমূলের দলীয় কর্মীরা প্রচার করলেও শত্রুঘ্ন সিনহা এখনও ময়দানে নামেননি। ফলে রাজ্যের শাসকদলের প্রচার‌ও কিছুটা হলেও ঝিমিয়ে আছে। বিজেপির প্রার্থী বিভ্রাটের জেরে প্রচার পর্ব সেভাবে শুরুই হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: চৈত্রের গরমে নাভিশ্বাস উঠলেও আসানসোলে ভোটের হাওয়ায় তাপ নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল