এদিন সকালে রামপুরহাট পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ড থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ও ১২ নাম্বার ওয়ার্ডের তৃণমূলের সভাপতি সুজিত পাল । সেই সময় পাঁচমাথা মোড়ের সামনে তাঁকে আটকায় রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া। মোটর বাইক থামাতেই বেজায় চটে যান তৃণমূলের নেতা৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জানান যে তিনি ওষুধ কিনতে যাচ্ছেন৷ তাঁকে প্রেসক্রিপশন দেখাতে বললেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি৷ রাস্তায় এভাবে পুলিশের সঙ্গে বচসার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সুজিত পাল। তিনি বলেন যে, প্রেসক্রিপশন না থাকলেও তিনি ওষুধ আনতেই বাইরে বেরিয়েছিলেন৷ পুলিশ তাঁকে ধরলে তিনি এও বলেন যে তার গতিবিধির ওপর নজর রাখা হোক৷ তবে কোনও প্রকার তর্কের বিষয়টি তিনি অস্বীকার করেন। রামপুরহাট থানার পুলিশ আটক করে এই নেতাকে।
advertisement
গত ৫ অগাষ্ট লকডাউনে বোলপুরেও একই রকম ঘটনা ঘটে৷ শ্যামাপ্রসাদ দাস নামে তৃণমূলের এক নেতার সুরুল থেকে স্কুটি নিয়ে শ্রীনিকেতন হয়ে বোলপুরের দিকে যাচ্ছিলেন৷ সেই সময় লকডাউন বিধি ভঙ্গ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ বিতর্কেও জড়ান তিনিও।
Akshoy Dhibar
