বুধবার সকালে এলাকার স্কুল ছাত্র থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ, সকলে জাতীয় পতাকা হাতে এই বিক্ষোভ মিছিলে সামিল হন। এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়ত এই বেহাল রাস্তার জন্য এলাকায় পথ দুর্ঘটনার হার বেড়েই চলেছে। সেই কারণে এদিন সকাল থেকে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ বাংলাদেশে পাচারের ‘প্ল্যান’ ভেস্তে দিল বিএসএফ! বিপুল পরিমাণে মাদক উদ্ধার রাজ্যে
advertisement
সাধারণ মানুষের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ছাত্রছাত্রী সহ নিত্যযাত্রীরা যাতায়াত করেন। হাজার হাজার মানুষের আসা-যাওয়ার পথ এটি। তবে রাস্তার যা পরিস্থিতি প্রত্যেকদিন একাধিক দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। আমরা সমস্ত রাজনৈতিক দলকে পিছনে রেখে সবাই একত্রিত হয়ে কোনও রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই বিক্ষোভে সামিল হয়েছি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তা কতদিনের মধ্যে সংস্কার করা হবে, সেটা যতক্ষণ না প্রশাসনিক কর্তারা এসে আশ্বস্ত করে বলছেন, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলবে। রাস্তা সংস্কারের দাবিতে এদিন গ্রামের শিশু, প্রবীণ সকলে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান।