বাংলাদেশে পাচারের 'প্ল্যান' ভেস্তে দিল বিএসএফ! বিপুল পরিমাণে মাদক উদ্ধার রাজ্যে
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
এদিন সীমান্তের কাছে একটি বস্তা দেখতে পান বিএসএফ জওয়ানরা
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহাঃ বাংলাদেশে পাচার করার আগেই সীমান্ত থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল বিএসএফ। স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত ঘটনাটি ঘটেছে। উদ্ধার হওয়া গাঁজা ও কাফ সিরাপগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আজ ভোররাতে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ১৪৩ নং ব্যাটেলিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেই সময় সীমান্তের কাছে একটি বস্তা দেখতে পান তাঁরা। সেই বস্তা খুলে তল্লাশি চালাতেই তার মধ্যে থেকে উদ্ধার হয় ৯৫ কিলো গাঁজা ও ৫১০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ১১ হাজার টাকা।
advertisement
আরও পড়ুনঃ গৃহবধূ থেকে বাংলার সেরা সুন্দরী! সাড়া ফেলেছেন বলিউডে, বহু নারীর অনুপ্রেরণা অশোকনগরের পলি
কে বা কারা এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য সেখানে মজুদ করেছিল তা এখনও স্পষ্ট নয়। তবে বিএসএফের প্রাথমিক ধারণা, বাংলাদেশে পাচারের উদ্দেশেই পাচারকারীরা এই মাদক দ্রব্যগুলি সীমান্তবর্তী এলাকায় মজুদ করেছিল।
advertisement
উদ্ধার হওয়া গাঁজা ও কাফ সিরাপগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 6:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলাদেশে পাচারের 'প্ল্যান' ভেস্তে দিল বিএসএফ! বিপুল পরিমাণে মাদক উদ্ধার রাজ্যে